আমাদের কথা খুঁজে নিন

   

নগ্নতার ভীড়ে সে হয় ওঠে কত অপরূপ রূপে মনোহর !

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

নগ্নতার ভীড়ে সে হয় ওঠে কত অপরূপ রূপে মনোহর ! শাফিক আফতাব............... তার প্রশ্বাসে নিঃসরিত হয়__ প্রথম গোলাপর সুবাস শীতের ভাঁপা পিঠার ভাঁপ ওঠে __ছড়ায় ওম : অমনি জেগে যায়___ আগুণ দেহের পশম, আর তখনি অজস্র তারায় ছেয়ে অবারিত আকাশ। তার ফুঁকুতেই রক্তে উত্তেজনা আসে, আসে স্পন্দন, তার চোখের ইশারায় মেঘগুলো সরে গিয়ে খালি করে আকাশ : তার সাথে অজান্তেই হয়ে যায় মধুর বন্ধন, তখন মনে হয়ে এই বুঝি মুখরিত হলো বসন্তের মাস।

রক্তে, চেতনায়, মননে কী এক আবহমান শাশ্বতসুন্দর ! মধুর মক্ষিকার মৃদমন্দ পুলকের ঝুরঝুর বৃষ্টি : নগ্নতার ভীড়ে সে হয় ওঠে কত অপরূপ রূপে মনোহর ! হাওয়ার ভেতর তখন ভাসে রঙিন মিষ্টি। তার গভীরে গিয়ে দেখি__এ এক আজব আনন্দের ঘর ; এখানে ক্রমশ রঙিন হয় সবকিছু__ দুঃখরাও হয় মনোহর। ০৪.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.