পাগল কবি
কখনও এমন কেন হয়?
সময় দাঁড়ায় থেমে,
হৃদয়ে তোমার প্রেমে
খরস্রোতা নদী যেন বয়...
দুই পার আঁকাবাঁকা,
সাদা কাশবনে ঢাকা,
সুদূরে আঁধারে শুধু
চাঁদ জেগে রয়।
মিটিমিটি তারা সবে
ছুঁয়ে যায় অনুভবে,
তোমার বারতা লয়ে
কত কথা কয়।
সে কথা মিলায় দূরে
মৌন মাতাল সুরে,
বাতাসের ডানা বেয়ে
জাগে প্রত্যয়।
কখনও এমন কেন হয়?
কাছে থাকো তাও যেন
দূরে সরে যাও, কেন
দু'জনার মাঝখানে বৈরী বলয়?
তোমার পরশ ঘিরে
স্বপ্ন যা মন জুড়ে,
আঘাতে আহত সেই
সুখের আলয়।
যা ছিল হারায়ে সবই
আপন ভুবনে ডুবি,
তুমিহীনা সে ভুবন
ধু ধু বালুময়।
সব কিছু ক্ষয়ে যায়,
তারই মাঝে রয়ে যায়
তোমার আমার প্রেম
চির অক্ষয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।