সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।
এই মুহুর্তে ঢাকায় ট্রাই-নেশন কালচারাল শো হইতেছে, বাংলাদেশ, ভারত আর শ্রীলন্কা থেকে নামকরা পারফর্মাররা শো করছেন। আফসোস লাগলো শ্রীলন্কার শিল্পীরা যখন গান পরিবেশন করছিলেন কিছু উচ্ছৃংখল ছেলেপেলে ভুয়া ভুয়া বলে তাদের বিরক্ত করছিলো, যেনো তারা শুধু শিলাকেই নাচাতে এসেছে, অথচ টিকিটে বলাই আছে তিন দেশের শিল্পিরাই গাইবে, পারফর্ম করবে।
যাই হোক জনতার চাপে হোক অথবা শিডিউল অনুযায়ীই হোক ভারতীয় শিল্পীদের নাচ-গান শুরু হোলো, চমক লাগে নি, কারণ সামনে থেকে যেহেতু দেখছি না, তাই এটা নিয়মিত জিটিভি বা স্টারে দেখা শো এর মতই লাগলো।
কিন্তু চমক লাগলো যখন অক্ষয় মন্চে এলো এবং ঘোষনা করলো - এটা তার প্রথম বাংলাদেশ সফর নয়, এর আগেও প্রায় ২৭ বছর আগে তিনি ঢাকা সফর করেছেন, এবং তিনি তখন হোটেল পূর্বানীতে কাজ করতেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।