আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার শার্লক হোমস আমাদের কমার্স মিনিস্টার



কেউ জানেন নাকি আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক বিডিআর-এ গনহত্যা রহস্য জেনে গেছেন ? উনাকে বাংলার শার্লক হোমস বলা যায় । যখন তদন্তকারীরা কেউ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলছেন না । সেখানে উনি আবিষ্কার করলেন যে , এটা জেএমবির কাজ । এখন বলছেন সব রহস্য জানা গেছে, প্রকাশ করা হবে । তদন্ত কি হবে বোঝা যাচ্ছে ।

(Morning Shows the Day)। আসলে আমরা নিজেরাই যথেষ্ট নিজেদের ধ্বংস করার জন্য । @আচ্ছা জেএমবি-এর পেছনের আন্তর্জাতিক শক্তি কারা ? @ টুইন টাওয়ার ধ্বংসের ফলে লাভ হয়েছে কাদের ? মুসলমানদের?? @ আমাদের দেশ অকার্যকর হলে কাদের লাভ বেশী ? একটি গল্পঃ একবার ভিনদেশী জেলখানায় দেখা গেলো, একেক দেশের জন্য আলাদা আলাদা গর্ত করে বন্দিদের রাখা হয়েছে । সব গর্তেই কঠিন পাহারা । কিন্তু বাংলাদেশের বন্দিদের জন্য কোনো পাহারা নেই ।

কারণ জানতে চাইলে কতৃপক্ষ জানালো সব দেশের বন্দিই চায় একজন হলেও পালিয়ে বাচুঁক । তাই কেউ পালাতে চেষ্টা করলে অন্য সবাই সাহায্য করে । আর বাংলাদেশের বন্দিরা তাদের কেউ পালাতে চেষ্টা করলে সবাই মিলে তাকে আটকে রাখে । সারাংশ এখন, আমাদের কেউ ধ্বংস করতে চাইলে আমরা নিজেরাই তাদের সাহায্য করি । কি বলেন?? আসলে যা হবে ১।

কিছু বিডিআর-এর কঠিন সাজা হবে। ২। জেএমবিসহ কিছু ভেরিয়েবল (মানে আমেরিকার যেমন লাদেন) -এর উপর দোষ চাপানো হবে । এখনতো আন্তর্জাতিক মুরুব্বিরা যা চাইবে তাই হবে । দেখুন না পাকিস্তানের অবস্থা, প্রভুদের সব কথা শোনার পরেও মোটামুটি ধ্বংসের পথে ।

যা হবে না ১। কারা প্লান করেছে , কখনই জানা যাবে না । ২। কারা টাকা খরচ করেছে , কখনই জানা যাবে না । ৩।

অত্যন্ত বুদ্ধিমান যে দেশি ও বিদেশী শক্তি এর পেছনে আছে তারা কখনই ধরা পড়বে না । যা এখনই করা উচিত ঃ (১) আসুন সবাই ঐক্যবদ্ধ হই । (২) দুই নেত্রী বিভেদ ভুলে একসাথে এই বিপযর্য় থেকে দেশকে বাচাতে পারেন । (নাহলে পাকিস্তান ফরমূলায় হয়তো বিপদে পড়তে পারেন) ) (৩) দেশপ্রেমিক সকলে সচেতন হলে । (৪) শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা ।

(৫) অবিলম্বে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ বাহিনী গঠন করা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.