পুরুষ প্রধান আওয়ামী লীগ ও বি এন পি চাই
প্রায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে সাভার যাওয়ার পথে
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বৈশাখী পরিবহনের বাসটি উদ্ধারে
আমাদের তৎপরতা:
দমকল বাহিনী
দমকল বাহিনীর অগ্নিবীণা নামের একটি জাহাজ।
সার্চ ক্যামেরা নামানো হয়েছে।
১০ জন ডুবুরি বাসের খোঁজে নদীর তলদেশে নামছেন।
সেনা বাহিনী
সেনাবাহিনীর দুই ও তিন নং ব্যাটালিয়ন ঘটনাস্থলে।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একদল সদস্য বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজে সহায়তা করছে।
নৌ বাহিনী
বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম থেকে নৌবাহিনীর স্যোনার যন্ত্র আনয়ন।
ছয়টি ট্রলার, পাঁচটি নৌকা ও দুইটি স্পিডবোট ব্যবহার করে নৌবাহিনীর ১৫ জন ডুবুরি।
ইকো-সাউন্ডারের সাহায্যে পানির গভীরতা নির্ধারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন নৌবাহিনী সদরদপ্তরের নেভাল অপারেশন বিভাগের উপ-পরিচালক কমান্ডার মনিরুজ্জামান।
নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার কমোডর এএসএম আব্দুল বাতেন ও ক্যাপ্টেন নাজমুল উদ্ধারকাজ তদারক করছেন।
অবশেষে:
নদীতে ডুবে যাওয়া বাসটির অবস্থান নিশ্চিত করে অদ্য সোমবার দুপুর ১২টা ২৮ মিনিটে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের ইন্সপেক্টর ডুবুরি চান মিয়া বাসটিতে রশি বেঁধে আসেন।
এখন প্রশ্ন?
বৈরী আবহাওয়ায় কখনো যদি বরিশালগামী একটি লঞ্চ অথবা পদ্মার বুকে গাড়ী বোঝাই একটি ফেরি ডুবে যায় তো আমরা কি করব? আমরা কি প্রস্তুত এমন দূর্যোগ মোকাবেলায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।