আমাদের কথা খুঁজে নিন

   

মুখের কথা মুখের ভাষা আ-মরি মৈতৈ লোন

তাহলে, লড়াই শুরু করি। তৌববুদি মিরাং মহুমদা মিরাং অমা ওন্না লৈবাসিনা মনুঙাইখি...

বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ' এর সভাপতি এ, কে শেরাম এবং সা: সম্পাদক নামব্রম শঙ্কর (সিলেট, বাংলাদেশ) যখন কিছুটা আকুলতা -কিছুটা বেদনার সহিত জানাল , ``একমাত্র মুখের ভাষা হিসেবে ব্যবহার করা ছাড়া প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষা বা পাঠের সুযোগ না থাকায় .................................................................................................................... এক সময় বাংলাদেশ থেকে মণিপুরী ভাষা বিলুপ্ত হয়ে যেতে পারে। এই আশঙ্কা দূরীকরণের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ একটি কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচীর আওতায় প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত অধ্যয়নরত মণিপুরী ছাত্র-ছাত্রীদের নিয়ে মণিপুরি ভাষা-সাহিত্য সংশ্লিষ্ট বিষয়ক প্রতিযোগিতা, প্রশ্নোত্তর পর্ব, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হবে।.." গত বৎসর থেকে শুরু হয়েছে এই আয়োজন - মণিপুরী ভাষা দিবস। এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে যোগাযোগ করুন: - বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, তপোবন, লামাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ। আর সাহিত্য সংসদের সাহিত্যসেবীরা এই বিশাল কর্মযজ্ঞের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন, দেশে -প্রবাসে অবস্থানরত সকল ভাইবোনদেরকে যারা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র এবং ভাষা বৈচিত্র রক্ষায় আন্তরিক। আশা করি, আমাদের এই আবেদনে সাড়া পাব অনেকের, এখানে শুধুমাত্র আর্থিক সাহায্যের কথা বলছি না, পাশাপাশি একটি মৃতপ্রায় কিংবা বিলুপ্ত প্রায় ভাষাকে কিভাবে বাঁচানো যায়- তার কর্মকৌশল, ঐ ভাষা গোষ্ঠির করণীয়, রাষ্ট্র তথা স্থানীয় প্রশাসনের করণীয়-দায় দায়ীত্ব সম্পর্কে জানালে বাধিত হবো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.