বৃত্তের বাইরে কেন্দ্রের ভালোবাসা
গরমকাল আসছে। তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে। আরো বাড়বে। তাপমাত্রার কারণে সিস্টেমগুলো আগের চেয়ে বেশি গরম হবে। আমাদের দেশে এই সময়টাতে পরিবেশগত কারণে সবচেয়ে বেশি সিস্টেম ক্র্যাশ(হার্ড্ডিস্ক ক্র্যাশ) হয়।
এর অন্যতম কারণ হচ্ছে সিস্টেম বেশি গরম হয়ে যায়। প্রসেসরও বেশি গরম হয়ে যায়। তাই কুলিং ফ্যান বেশি ঘুরে। যার ফলে অতিরিক্ত পাওয়ার লাগে। এখন এই অতিরিক্ত পাওয়ার টানার ফলে পুরো সিস্টেমে পাওয়ারের স্বল্পতা দেখা দেয়।
তাই কম পাওয়ার পাবার কারণে হার্ডডিস্ক ক্র্যাশ করে।
এক্ষেত্রে ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বাংলাদেশে কিছু ভালো মানের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। যদিও দাম একটু বেশি(৩০০০-৭০০০ পর্যন্ত)।
সেটা যদি করা সম্ভব না হয় তাহলে অন্তত তাপমাত্রার দিকে লক্ষ্য রেখে ব্রেক দিয়ে সিস্টেম চালান।
এই সময়ে একটানা চালালে সিস্টেম ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। তাই সাবধানে সিস্টেম চালান।
-----মর্তুজা আশীষ আহমেদ()০৯/০৩/০৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।