পরে বলব সাবধানে থাকুন প্লিজ মিন্টু http://www.skytouch2u কে যে কখন লাশ হয়ে যায় আমার বাংলা দেশে আজরাইল ও হতবাক হয় জান কবজে এসে আগুন লেগে মানুষ পোড়ে হচ্ছে কোথাও ছাই এক দিবসের শোকের পরেই আমরা ভুলে যাই চালুর আগেই উড়াল সেতু মাথায় পরে ধসে হারিয়ে যায় জীবন কিছু দেখি সুধু বসে গাড়ি চাপায় মানুষ এখন মরছে প্রতিদিন একটাও দিন যায় না দেশে দুর্ঘটনা হীন লঞ্চ ডুবে যায় মানুষ মরে এটা এমন কি? লাইসেন্স পায় ভাঙ্গা নৌউ যান দেশটা এমনই গুম হয়ে যায় কেউবা আবার যেন পুরাই হাওয়া প্রশাসনের দৌড়ঝাপ শেষে আবার ভুলে যাওয়া সাবধানে খুব থাকুন সবাই সাবধানে খুব থাকুন সন্ত্রাসীরা যেন আপনাকে করতে পারে না খুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।