জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
সাবধানে পথ চল মুসাফির
শতাব্দী পথে অজানা মাইন পাতা
সবুজ ঘাসের আড়ালে মৃতু্য
ধুলির আড়ালে অপবাদ সন্ত্রাসীর।
পৃথিবী এখন ধুসর ধোঁয়ায় ঢাকা
চাঁদের আলোয় যেখানে দেখবে তরুলতা
দিনের সূর্য প্রতাপে প্রভাবে ভূবন মাতিয়ে এসে
জানাবে তোমায়, জানাবে সবায় সবকিছু ছিল ফাঁকা!
এখন সময়ের ওপাশে চলে আরেক সময়
ইতিহাসের অন্তরালে ভয়াবহ ইতিহাস
পথের দু'পাশে দেখছ যা- আঁকা ছবি
বিবেকে এবং প্রবীণ বাতাসে সত্যরা গতিময়।
চলে অবিরাম শান্তি-পিয়াসী জীবন-মৃতু্য পথে
আপনালয়ে যার জ্বলছে আগুন, আসামীও সেই জন
অতি সাবধানে পথ চল মুসাফির, যদিও বা হও বীর
বুদ্ধি-প্রজ্ঞা-জ্ঞানের পাথেয় সদা রেখ সাথে সাথে।
24.07.2005 ইং, আওয়ালী
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।