যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
বিডিআর হত্যাকাণ্ডের জন্য জামায়াত ভারতকে দায়ী করেছে।
বিডিআর বিদ্রোহের জন্য সরাসরি ভারতকে দায়ী করে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেছে,
ওই দেশের গোয়েন্দা সদরদপ্তর থেকে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে।
নিজামী বলে, "ওই দেশের গোয়েন্দা সদর দপ্তর থেকে এই কিলিং মিশন পরিচালিত হয়েছে। সেখান থেকে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে এই ম্যাসাকার চালানো হয়েছে।"
- বিষটি খুবই ষ্পর্শকারত ও চিন্তার দাবী রাখে। মনে হচ্ছে নিজামী ভারতে গোয়েন্দা সদর দফতরের সাথে যোগাযোগ রাখে।
সুষ্ঠ তদন্তের স্বার্থে নিজামীকে অবিলম্বে গ্রেফতার করা হউক। যদি সে কোন প্রমানাদি দিতে ব্যর্থ হয় - তাহলে একটা জাতীয় গুরুত্বপূর্ন বিষয়ে ধূঁয়া ছেড়ে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ঠের প্রচেষ্টাও বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্যে ওকে জেলে আটকে রাখা হউক।
( সুত্র - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।