এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
এবার ছুটি নেব তিনদিন, তারপর ঘুমাবো না
অসম্ভব ব্লগাবো আর বউয়ের হাতে খাবো তিনবেলা ক্ষীর
অনেকের সাথে খুব কষাকষি- বহুদিন নেই বনিবনা
সবকিছু দেখেশুনে 'ক্ষেপিয়া গিয়াছি', এবার মনের চাই সুমতি সুস্থির।
তুমি যদি ভালোবাসো সন্ততির ঘেঁষাঘেষি, আলাভোলা আটখানা হাসি দিনভর
একবেলা ঘুরে যেয়ো গরীবের ঘরে, সহচর।
আমার ভুলের সাজা দিও তুমি আপন দু হাতে
তারপর বাকি বেলা পাশাখেলা তোমাতে-আমাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।