কাল দুপুর থেকেই এর শুরু, প্রথমে তুলো হিসেবে ভূল করলেও অচিরেই ভুল ভাঙ্গল বুঝতে পারলাম এটাই তুষার বা স্নো। কাল দুপুরে অল্প হলেও বিকেলের পর বাধ ভাঙ্গা স্রোতের মত পড়তে শুরু করল আকাশ থেকে। পেজা পেজা তুলোর মত নরম মসৃন। আজ সকালে ঘুম থেকেই উঠেই থ চারিদিক বরফ সাদা। শ্বেত শুভ্রতার অসহ্য সোন্দর্য্য যেন পৃথীবির চারিদিকে। সকালে সবাইকে নিয়ে স্নো-বল খেলাও হল বেশ খানিকটা। শ্বেত শুভ্র কিছু ছবিও দিয়ে দিলাম চাইলে দেখতে পারেন। সবাই জন্য রইল বরফ সাদা শুভ্র শুভেচ্ছা।
http://www.flickr.com/photos/m2monir/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।