আমি ভারতিয়। বাড়ি উত্তরপূর্ব রাজ্য ত্রিপুরায়। ব্যঙ্গালোরে কাজ করি। ভালবাসি। বিবাহীত।
আমি চাই তোমাকে, যদি তুমি বোঝো – যদি তুমি আমাকে নিজের করে নাও।
আমি তোমাকে ভালবাসি, তুমি জানো।
হ্যাঁ আমি জানি। তবে কি তুমি কোনদিন বলবে না? কোনদিন মুখ ফুটে বলবে না?
কেন? মুখ ফুটে বলতে হবে কেন? এত বছরের এত অপেক্ষার পরে তুমি এসেছো। এত রাত একা একা কাটানোর পরে তোমাকে কাছে পেয়েছি আজ।
এতকিছু করে তোমার সাথের এই কিছুক্ষণ থাকার সৌভাগ্য। তুমি কি দেখ না? তুমি কি বোঝো না?
না, আমি দেখি না। আমি দেখতে চাই না। আমি দেখতে চাই তোমাকে, আর শুনতে চাই তোমার মুখে। আমি এতবছর তোমাকে কাছে পাইনি।
যা ভাবার ছিল, যা বলার ছিল সবই শুধু বুঝে নিয়েছি। তোমার বলতে হয়নি – তুমি বলনি। সবসময় শুধু আমিই বুঝে নিয়েছি। এখন তো তুমি কাছে আছো – চোখের সামনে। তুমি আছো, আমি আছি।
তাহলে কেন বলবে না?
হ্যাঁ, বলবো।
তাহলে বল। কত কিছুই তো তোমার বলার ছিল। আমি যখন ফোন করতাম তুমি বলতে তোমার কত কথা আছে বলার। ফোন রাখতে চাইতে না।
এখন কি হয়েছে? এখন বল না। বল না গো।
আমি তোমাকে ভালবাসি।
আমিও। আমিও তোমাকে ভালবাসি।
আমিও শুনতে চাই তোমার সব কথা। যে কথা তুমি বলেছো ফোনে বলা যায় না। তুমি বলেছিলে বলবে। এখন বল। আমি সেই কবে থেকে বসে আছি তোমার সব কথা শোনার জন্য।
বল না সোনা, আমি শুনি।
কেন তুমি এমন? তুমি কখন কি আমাকে আর বুঝবে না?
মানে? এখানে বোঝা না বোঝার কি হল? আমি তো...
থাক, আর বলতে হবে না। হয়তো আমিই বেশি চেয়ে ফেলি। বারবার ওই এক ভুল করে ফেলি আমি।
না।
শোন। আমি বলছিলাম...
কি বলছিলে? বল।
মানে, এখন তো সন্ধ্যা হয়ে এলো। এখানে আর বেশিক্ষন বসা যাবে না।
বসা যাবে না? কেন বসা যাবে না?
না, মানে এখানে তো...
তোমার এখানেও ভয়? এখনও ভয়? কেন? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে।
তাহলে সন্ধ্যার পর পার্কে বসে থাকলে কি হবে?
কে কি বলবে?
বলুক না। আমরা শুনবই বা কেন? এতদিন তো কেবল অন্যের কথা ভেবে ভেবে কিছুই করতে পারি নি। এখনও করতে দেবে না?
হ্যাঁ? কি করতে চাও বলনা। সবই করতে পারবো। বল না...
না থাক।
তুমি ঠিকই বলেছো। চল উঠি।
না, বোস না। এখনো তো ঠিক সন্ধ্যা...
হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে।
এখন আর আলো নেই, দেখ। একটু পরেই রাত নেমে আসবে। গভীর রাত। কালো, কুচকুচে রাত। এই রাতের আর শেষ নেই।
এই রাতের হয়তো সকালও নেই। চল উঠি এখন।
কিন্তু সোনা...
চল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।