আমাদের কথা খুঁজে নিন

   

পার্কে

আমার ব্যক্তিগত ব্লগ

আগেই বলেছি বাসার সামনে একটা ছোট সরকারি পার্ক। চারপাশ উঁচু সবুজ গ্রীল দিয়ে ঘেরা, মাঝখানে ফুল আর ফলের ছোট বড় গাছ, খুব ঘন না, রাস্তা থেকে পুরো পার্কটাই দেখা যায়, ওখানে ঝিংগা গাছও ছিল, ওরা খেতে জানেনা, হয়তো সাজানোর জন্য লাগায়, পুরো পার্কটায় আবার ছিল নুড়ি বিছানো রাস্তা। তবে দু:খের বিষয় হলো, পার্কটা শুধু মাত্র সৌন্দর্য বর্ধনের জন্য। সর্ব সাধারনের প্রবেশ নিষেধ। খুব লোভি চোখ নিয়ে, ঐ নুড়ি ফেলা রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কবে ওখানে হাটব। মাঝে মাঝে মালিকে দেখতাম কাজ করছে, বয়স্ক একটা লোক, তপ (সৌদি ছেলেদের সাধারন পোষাক, সাধারনত: সাদা ম্যাক্সির মতোন) পড়ে মাটি খোড়া খুড়ি করত। একদিন দেখি একদংগল সৌদি বাচ্চা লাফালাফাতে সেই পার্কে ঢুকলো, পার্কের গ্রিলের একজায়গায় বাকানো ছিল, ঐটা দিয়ে, কিছুক্ষন খেলাধুলা করে চলে গেল। এরপরে আবার কোথা থেকে যেন মালি এলো। ব্যাপারটা ঠিক বুঝলাম না, ওরা জানলে কিভাবে যে মালি কখন থাকবে না? নাকি মালি নিজেই কিছুক্ষনের জন্য হাওয়া হয়ে ওদের সুযোগ করে দিল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।