আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছে রাহুল

প্রতিটি দিনের কাছে অনেক যে ঋণ...

জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে স্বর্ণপদক পেয়েছে রাহুল বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০০৯ এ জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে ‌'ক' বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পেয়েছে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাহুল দেব। গত ১৩ ফেব্রুয়ারি ঢাকাস্থ শিশু একাডেমী মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০০৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মণি'র কাছ থেকে রাহুল স্বর্ণপদক ও সনদপত্র গ্রহণ করে। সে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের রঙ্গলাল দেব ও মুক্তি দেবের ছেলে এবং শ্রীমঙ্গলের প্রবীন রাজনীতিবিদ ও সমাজসেবক ডাঃ রমা রঞ্জন দেবের ভ্রাতুষ্পুত্র। এর আগে রাহুল বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০০৯ -এ শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার জেলা এবং সিলেট বিভাগীয় পর্যায়েও রাহুল প্রথম স্থান অধিকার করে। ২০০৫ সাল থেকে রাহুল শ্রীমঙ্গলের একমাত্র আবৃত্তিসংগঠন কণ্ঠধ্বনি আবৃত্তিচক্রে আবৃত্তির উপর প্রশিণক্ষ গ্রহণ করে আসছে।

বন্ধুগণ, গভীর আনন্দের সাথে জানাচ্ছি- সেই রাহুল আমার ছাত্র। ২০০০ সালে আমি 'কণ্ঠধ্বনি আবৃত্তিচক্র' প্রতিষ্ঠা করে পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা রাহুল এবং আমার জন্য দোয়া-আশীর্বাদ রাখবেন। ‌'আত্মপ্রচার' (!) এর সংশয় জুড়েছিলে মনে। তাই, এই গভীর আনন্দের সংবাদটা দেরীতে প্রকাশিত হলো।

সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.