বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসানে পড়ে নতুন পরিকল্পনা নিতে হচ্ছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসারকে। উইন্ডোজনির্ভর পণ্যের পাশাপাশি বেশি বেশি অ্যান্ড্রয়েডনির্ভর পণ্য তৈরির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এসারের তৈরি উইন্ডোজনির্ভর পণ্য বিক্রি কমে যাওয়ার পাশাপাশি ক্রমশ ব্যয় বেড়ে যাওয়ার ফলে বছরের পরের প্রান্তিকে বেশি করে অ্যান্ড্রয়েডনির্ভর মোবাইল ফোন ও ক্রোমনির্ভর ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
এসারের প্রেসিডেন্ট জিম ওয়াং জানিয়েছেন, উইন্ডোজের বাইরে অন্যান্য পণ্যের ব্যবসা নিয়ে ভাবতে শুরু করেছে এসার।
স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা এসারকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ এপ্রিল থেকে জুন এ তিন মাসে ৩৪ কোটি মার্কিন ডলারের বেশি লোকসান গুনেছে। ২০১২ সালের দ্বিতীয় প্রান্তিকে ছয় কোটি মার্কিন ডলারের বেশি লাভ করেছিল প্রতিষ্ঠানটি।
বিশ্ব জুড়ে কম্পিউটার বিক্রি কমে যাওয়ায় এসারকে এবার লোকসান গুনতে হয়েছে। পরবর্তীতে লাভের ধারায় ফিরতে অ্যান্ড্রয়েডনির্ভর অল-ইন-ওয়ান পিসি, সাত ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সঙ্গে সাত ইঞ্চি ও ছয় ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাবও বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।
if you like to write News and tunes You can Join Us http://computernews.com.bd/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।