আমাদের কথা খুঁজে নিন

   

একদিন বুঝবে

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

১ সামহয়ারে প্রথম আসার পরে একটা ধারণা নেয়ার জন্য পুরাতন লেখকদের লেখা ঘেঁটে ঘেঁটে পড়তে থাকি । আবিষ্কার করি বেশকিছু শক্তিমান ব্লগার । কিন্তু একদিন এমনিতেই একজন লেখকের লেখার উপর হুমড়ি খেয়ে পড়ি । খোঁজ করতে করতে নয় । কেউ একজন তার একটা লেখার কথা উল্লেখ করায় ।

মুখফোঁড় । এমন শক্তিমান, সূক্ষ্ণ, তীব্র, চটুল রম্য বাংলায় আমি খুব কম পড়ছি । এক সৈয়দ মুজতবা আলির সাথে ছাড়া আর কারো কথা মনে পড়ে না তুলনা করার মত । কিন্তু আমি যদ্দিনে তার ব্লগে গেছি তার বছরখানেক আগেই তিনি ব্লগ ছেড়ে চলে গেছেন । তার কমেন্ট মুছে দেয়ার প্রতিক্রিয়ায় ।

লেখার শক্তিমত্তার মতই , বিরক্তির শক্তিমত্তা তার । আর কোনদিন এ-মুখো হন নাই । লাভ কার হৈছে ? মডুদের নিজস্ব ক্লীবত্ববোধ কিছুটা হয়ত কমছে, কিন্তু আমরা নাদান পাঠকরা বঞ্চিৎ হৈছি বাংলার অসাধারণ এক সাহিত্যিকের তীব্র ব্যঙ্গময় লেখা থাইকা । ২ বাংলা ব্লগ লেইখা গুগলে সার্চ দেয়ার পর প্রথম আসছিল প্যাচালির নাম । আমিও নিউবির মত সেইখানে একাউন্ট খুইলা লেখা শুরু করলাম ।

দুইদিন না যাইতেই দেখলাম , হাবভাব কেমুন জানি চিনা চিনা লাগে । ইউজার রা পর্যন্ত রাজাকারীয় হৈতে পারে এইটা কেমন জানি অদ্ভুত লাগলো । অথচ মডারেশন থাইকা তেমন কোনো কন্ট্রোল নাই । আজিব দুনিয়া । এই সময়ে দুস্ত আখসানুল আমারে সামহয়ারের সন্ধান দেয় ।

ঢুইকা দেখলাম এইটা হৈল সেই জিনিস যা আমি খুজতাছিলাম । স্বমত বিরোধিমত মিল্যা মোটামুটি ব্যালান্সড একটা প্লাটফর্ম । এরপর থাইকা আখসানুলের লেখা নিয়মিত পড়ি । ব্লগে সে কৌতুক দিয়া শুরু করলেও দীর্ঘদিনের বন্ধুত্বেও সে যে একটা জিনিস লুকাইয়া রাখছিল আমাগো কাছ থাইকা সেইটার সন্ধান পাইলাম । জিনিস হৈল, ওর গদ্য লেখার হাত চমৎকার ।

কাউরে তেমন খোঁচা না দিয়া সাধারণের মনের কথা, সাধারণ অথচ গভীর ব্যান্জনাময়ভাবে লেখায় ফুটাইয়া তোলার অসাধারণ ক্ষমতা ওর হাতে । জেনারেল, উয়াচ আর জিনারেলির চাপে তিতিবিরক্ত হৈয়া সামুব্লগ ছাইড়া দিবো ঘোষণা দিতাছে বেচারা । ক্ষতি কার । নাদান পাঠকের । মডুরা ভাইবা বৈসা আছে : কত এল গেল, বালিকার দেহ ছুঁয়ে ছুঁয়ে দিয়াছি ফিরায়ে ।

৩ আমার নিজের উপরও অত্যাচার কম হয় নাই । একবার পুরাই ব্যান কৈরা দেয়া হৈছিল । বহুত হাতে পায়ে ধরছিলাম । আমার লেখার সাধারণত কোন ব্যাকাপ থাকে না । মডুগো কৈছিলাম আমারে ব্যান করুক সমস্যা নাই কিন্তু অন্তত কয়েক ঘন্টার জন্য উয়াচে রাইখা আমার লেখাগুলা কপি করার সুযোগ দেয় ।

কিয়ের কি ? উল্টা রাগ কৈরা দৌবারিক নামের একজন আমারে ব্যানের প্রতিবাদে ব্লগই ছাইড়া দিল । ক্ষতি হৈল কার ? আমারই । দৌবারিক তেমন প্রোলিফিক ব্লগার ছিল না । কিন্তু একজন বন্ধু কইমা যাওয়ায় আমি একটু এতিম হৈয়া যাই । ৪ কলেজের তিন বন্ধু আমরা ।

আমি, আখসানুল, দৌলত । দৌলত চুপে চুপে ব্লগে আসছিল নস্যরাজ নিক নিয়া । ব্লগে আসছিল অর্থনীতি নিয়া সিরিয়াস আলোচনার জন্য । দুয়েকটা পোস্টে শুরুও করছিল । এক ক্যাচালে পইড়া , জিনারেল উয়াচ এইসবে তিতিবিরক্ত হৈয়া ব্লগ ছাইড়া দিছিল ।

এখন খেঁজুর কাঁটা নিক নিয়া আসে খুবই কম । ওয়ান্স ইন এ ব্লু মুন । আমারই হয়ত খারাপ লাগে । অন্য কারো লাগে না । সামহয়ারের ব্লগার সংখ্যা প্রচুর ।

এইখানে নতুন নতুন নিক নিয়া প্রতিদিনই অনেকে আসে । ডাইনামিক স্পেস বলতে যা বুঝায় । কিন্তু নিজেগো ব্যক্তিগত ক্লীবত্ব ঘুচানির জন্য এইভাবে লোকজনরে বিরক্ত করলে শেষ পর্যন্ত কোথায় গিয়া দাঁড়ায় , এইটা স্পেকুলেশনের জন্য একটা ব্যাপক রসময় সাবজেক্ট । যদি কুনদিন এই মেলা ভাইঙা যায় । তখন হয়ত মহাকবি মাইকেল মেহেদির ভবিষ্যৎবাণী ফলবে : " একদিন বুঝবে "


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.