ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
এক দিন বৃষ্টিতে বিকেলে,থাকবেনা সাথে কোন ছাতা,দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা............থাকবেনা রাস্তায় গাড়ি ঘোড়া,দোকান পাট সব বন্ধ,শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোঁদা গন্ধ..........
এক দিন বৃষ্টিতে বিকেলে,মনে পরে যাবে সব কথা,কথা দিয়ে কথাটা না রাখার,ফেলে আসা চেনা চেনা ব্যাথ্যা.................অদূরে কোথাও কোন রেডিওতে...এই পথ যদি না শেষ হয়...আর বৃষ্টির রং বয়ে যাবে নীল,আর আকাশের রঙ টা ছাই...............
এক দিন বৃষ্টিতে বিকেলে...........ভাঙ্গা দেয়ালের গাঁয়ে সাত পাকে বাঁধা কবে কার..........
আর বৃষ্টির ছাটে যাবেনা দেখা দুজনের চোখের জল.............ছমছম ছমছম চোখের জল.........
একদিন বৃষ্টিতে বিকেলে আমরা ধরা পরে যাবো দেখো ঠিক,ধুয়ে যাবে যত আছে অভিমান,ধুয়ে যাবে সিঁদুরের টিপ........আর চটিটাও ছিঁড়ে যাবে তক্ষনি...তাই পালানো যাবে না কোথাও........রাস্তা যেমন তেমনই........শুধু লোক জন সব উধাও..............
এক দিন বৃষ্টিতে বিকেলে,থাকবেনা সাথে কোন ছাতা,দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়.............
এখানে ক্লিক করুন
বৃষ্টি বালক আর মেঘ বালিকার জন্য কবে সেই বৃষ্টি ভেজা বিকেল আসবে তার অপেক্ষায়....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।