সৃষ্টিশীল কোন কাজ করা।
শিা কি জিনিস তাই সংখ্যাগরিষ্ট পন্ডিত মূর্খ্য বুঝতে পারে না। যদি বলা হয় জ্ঞান কি জিনিষ? আপনার উত্তর কি হবে? বই ভাষাতেই কি জ্ঞান সম্পূর্ণ ধরা দেয়। নাকি বইয়ের পাতায় অভিজ্ঞতার কথা লেখা আছে। যদিও আমি জানি অভিজ্ঞতার হাজার হাজার বছরের অভিজ্ঞাই লেখা আছে।
আর সেই সব অভিজ্ঞতা পড়ে আমরা সহজেই জ্ঞানী হয়ে উঠছি। শর্টকার্ট পদ্ধতীতে জ্ঞানী আরকি। সবকিছুতেই সংপ্তি পদ্ধতী অনুসরণ করার ফলে যে আমাদের মন ও হৃদয়ের বিশালাতাও যে সংপ্তি হয়ে যাচ্ছে। আর আমরা নিরর গেঁয়ে বলে যাদের অবহেলা করে থাকি তারাই প্রকৃত জ্ঞানী। কারণ অভিজ্ঞতা তারা প্রকৃতির মাধ্যমে পেয়ে থাকে।
তাই তাদের জ্ঞানের ভিতরে কোন প্রকার খাঁদ থাকে না। বহমান নদীর মত সমস্ত নোংরা আবর্জনা তাদের শুদ্ধ জ্ঞানদারা ধুয়ে দেয়। তারা ফসল ফলায়, কাপড় বনে, হাড়ি পাতিল তৈরী করে, মাছ ধরে, গৃহ নির্মাণ করে। হয়ত আর্থিক সম্পর্ক জড়িত থাকে তারপরেও তারা অর্থের মোহে অন্ধ নয়। যে অর্থে মোহে অন্ধ শিতি পন্ডিতেরা তাই তো তারা নিঃসংকচে মানুষকে অবহেলা করতে পারে।
তাদের কাছে অর্থই সব মনুষত্য অর্থহীন। আমি বলবনা সব পন্ডিত তাদের মত কিছু কিছু পন্ডিত আছে যারা সত্যিকারের জ্ঞানী। তাদের প্রতি আমার স্বশ্রদ্ধ ভালাবাসা ও শ্রদ্ধা রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।