আমাদের কথা খুঁজে নিন

   

সমাবেশ!!! সমাবেশ‍‍‍‍‍!!! ... আসেন উপমার জন্য একত্রিত হই

এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com

মানবিক... মানবতা... মানুষের জন্য কিছু করা... আসলে এর কোন ধরা বাধা সময় নেই... দারিদ্র পিরীতি এই দেশটায় কখন কার ঘরে কোন সমস্যা এসে হানা দেবে তারো কোন ঠিকঠিকানা নেই... সামর্থ্যের সীমাবদ্ধতায় আপ্রান চেষ্টা থাকে... অন্তরের অন্তস্থলে যে ভালবাসা লুক্কায়িত... ত হয়তো ফেলনা নয়... মানবতার জয়গান তাই জপি অবিরাম। জয় আমাদের হবেই... সৈয়দ সাইফুল আলম এর এই পোস্ট স্টিকি করা দাবী কেন উপেক্ষিত হচ্ছে বার বার আহ্বান সম্বলিত পোস্ট ঘুরে যখন মনজুরুল হক এর জীবন আর মৃত্যুর মাঝখানে একাকী দাঁড়িয়ে মেয়েটি-উপমা! মাগো আর একটু সময় দে...... পোস্টে গিয়ে কিছুটা বিব্রত বোধকরি... শিশু একটা মেয়ে কিরম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে... মেয়েটির অসহায়ত্ব আমাকে পোড়ায়... কি মায়াভরা চাউনি... আহা.. কত আশা নিয়ে বাচ্চাটা আমাদের দিকে তাকিয়ে আছে। ভেতরটায় কি যেন মোচর দিয়ে ওঠে ... কিরম যেন একটা হাহাকার ওঠে নিজের ভেতর... এই মেয়েটা কি থাকবে না? কষ্টটা পোড়ায় আমাকে... আচ্ছা, আমরা কি পারবোনা মেয়েটাকে বাচাতে? ৩ লক্ষ টাকা কি অনেক টাকা? আমাদের সবগুলো হাত কি ওই চোখের আলোটাকে জ্বালিয়ে রাখতে পারবো না? এত প্রশ্নের উত্তর হাতরে বেড়াই নিজের কাছে... কোন সদুত্তর নেই.. প্রতিদিন কতই না টাকা হাওয়ায় উড়িয়ে দেই... তার থেকে কিছুটা কি আমরা উপমার জন্য রাখতে পারিনা? একটা বার্গার, বান্ধবীর পেছনে কোন এক বিকেলে ব্যয় অথবা রাতভর কাথায় উড়িয়ে দেয়া একটা মোবাইল ফোনের কার্ডের একটা অংশ কি আমরা উপমার জন্য ব্যয় করতে পারি? ৩০ হাজার ব্লগারের মধ্যে কি মাত্র এক হাজার ব্লগার নেই যারা ৩০০ টাকা করে দেবেন উপমার জন্য? আগামী শুক্রবার পহেলা বসন্তের দিনে বিকেলে আমরা অনেকেই থাকবো পাবলিক লাইব্রেরী চত্বরে... আসুন একটা আড্ডা হয়ে যাক উপমাকে ঘিরে... যেখানে আমার উপমার সু চিকিৎসার কথা বলবো... মেয়েটাকে সহায়তার জন্য আমাদের সাধ্যঅনুযায়ী চেষ্টা করবো? আমরা নিজের বিবেকের কাছে এইটুকু আত্মতৃপ্তিটুকু যেন পাই ... আমার সাধ্যমত চেষ্টা আমি করেছি। কি বলেন আপনারা? তারিখ: পহেলা বসন্ত (শুক্রবার) ... ১৩ই ফেব্রুয়ারী ২০০৯ স্থান: পাবলিক লাইব্রেরী চত্বর সময়: বিকেল ৫ ঘটিকা বন্ধুরা... এগিয়ে আসুন... আপনার বাড়িয়ে ধরা হাত ধরেই উপমা উড়বে প্রজাপতি হয়ে এই ধরনীতে... বিশেষ সতর্কতা :: ছাগু এবং জামাত মনষ্ক ব্যাক্তিরা আড্ডাস্থল পরিহার করবেন। মনজুরুল হক এর পোস্ট থেকে কিছু উদ্বৃত্তি: একরামুল হক শামীম বলেছেন: ৩ লাখ টাকা! এই টাকার জন্য উপমাকে বাচাতে না পারলে বৃথা হবে এইসব মানবতা.... বিষাক্ত মানুষ বলেছেন: ৩০০ টাকা দেবার মত সক্ষমতা আছে এরকম ১০০০ লোক খুঁজে পাওয়া কি খুব কঠিন কাজ ? এই জীবনটাকে বাঁচাতেই হবে .... নইলে বৃথা হবে এইসব মানবতা শওকত হোসেন মাসুম বলেছেন: মনজুরুল ভাই।

সাথে আছি। ৩ লাখ টাকা সামান্য টাকা। উদ্যোগ নিলে অবশ্যই সংগ্রহ করা সম্ভব। মনজুরুল হক বলেছেন: প্রিয় ব্লগার ভাই-বোন যারা উপমাকে সাহায্য করতে চাইছেন তাদের প্রতি অনুরোধঃ- # ১০০ টাকার কম হলে সেটা আজিজের বক্সে ফেলুন। # ১০০ টাকার উপরের অংক হলে বক্সে না ফেলে অগ্রনী ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিন।

# অন লাইন সুবিধার জন্য ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখায় এই এ্যাকাউন্টে জমা দিন. এ্যাকাউন্টঃ মনজুরুল হক এ্যাকাউন্ট নং 105 - 101- 4040 যারা ওয়েস্টার্ন ইউনিয়নে অথবা মানিগ্রাম করে টাকা পাঠাতে চান তাদের জন্য: MONJURUL HAQUE S/O. LATE MD. ENAMUL HAQUE আপনার পাঠানো টাকা আমি ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট দেখিয়ে তুলে নেব। লেভী কাটার পর যা পাওয়া যাবে সেই ফিগারটা ব্লগে(পোস্টে) আপডেট হিসেবে জানিয়ে দেব। সেই সাথে আরো এক্টা বিষয়ে আপনাদের নজরে আনতে চাই: রিজওয়ানুল ইসলাম রুদ্র: দুই বছরের ছোট্ট শিশু মারুফকে বাঁচাতে এগিয়ে আসুন শিশুটার নাম মারুফ। বয়স দুই বছর মাত্র। হঠাৎ করে পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় তার।

স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন, মারুফের পেটের নাড়িতে প্যাঁচ লেগে গেছে। সেটা সারাতে গেলে প্রয়োজন প্রায় ত্রিশ হাজার টাকা। তার বাবা বাজারের মুরগি বিক্রেতা। সাহায্য পাঠানোর ঠিকানা : রোজী ইসলাম সঞ্চয়ী হিসাব নং : ৭০৯২ উত্তরা ব্যাংক লিমিটেড। যোগাযোগ : ০১৭১০-৪৪৪১৮৭


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.