আমাদের কথা খুঁজে নিন

   

সমাবেশ ডেকেছে দুই দলই

হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে আওয়ামী লীগ।
হেফাজতের পক্ষে অবস্থান প্রকাশকারী বিএনপির সমাবেশ হবে দুপুর ২টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে।
রোববার রাতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সোমবার সমাবেশের ঘোষণা দেন।
অন্যদিকে বিএনপির সমাবেশের সিদ্ধান্ত হয় রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে, যা পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান।
১৩ দফা দাবিতে রোববার সকাল থেকে ঢাকা অবরোধের পর দুপুরে মতিঝিলে সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম।


সরকারের আহ্বান সত্ত্বেও তারা সমাবেশ শেষ না করে মতিঝিলে অবস্থান নিয়ে আছে।
এর আগে দুপুর থেকে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে হেফাজতকর্মীদের সংঘর্ষে পল্টন ও বিজয় নগর এলাকা রণক্ষেত্রে রূপ নেয়, এতে নিহত হয় তিনজন।
হেফাজতকর্মীরা পল্টন, বিজয় নগর, বায়তুল মোকাররম এলাকায় বহু ভবন, দোকান ও গাড়িতে আগুন দেয়।
দলের ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, “যে কোনো সংগঠনের সমাবেশ করার অধিকারের বিষয়টি স্বীকার করে এই কর্মসূচি (হেফাজতের সমাবেশ) পালনের অনুমতি দেয়া হয়েছিলো। কিন্তু, হেফাজত এর অপব্যবহার করেছে।


“তারা ইসলামের নামে সোচ্চার- অথচ তারাই বায়তুল মোকাররমে কুরআন শরিফের দোকানে আগুন দিয়েছে, হাউজ বিল্ডিং, সিপিবি অফিস, সংস্থাপন মন্ত্রণালয়ের পরিবহন পুলে আগুন দিয়েছে। দোকান-পাট লুট করেছে।
হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে সোমবারের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, “এই অশুভ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
“ঢাকাবাসী কালকের (সোমবার) এই সমাবেশে উপস্থিত হন। আমরা রুখে দাঁড়াতে পারি, তার প্রমাণ দিতে হবে।


১৪ দলের নেতা-কর্মীরাও এই সমাবেশে যোগ দেবেন বলে আওয়ামী লীগ নেতারা জানান।
১৪ দলের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও সোমবার সারাদেশে সমাবেশের আহ্বান জানানো হয়।
অন্যদিকে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে এই সহিংসতার জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি।
গুলশানে দলীয় চেয়াপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, “‘সরকারের পেটোয়া বাহিনী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা হেফাজতের মিছিলে হামলা চালিয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।


হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কোনো কর্মসূচি দেয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “অপেক্ষা করুন। ১৮ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে কর্মসূচি জানানো হবে। ”
সাংবাদিক শফিক রেহমানের ইস্কাটনের বাড়িতে সরকারি দলের অস্ত্রধারীরা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন আনোয়ার।
আ স ম হান্নান শাহ বলেন, “সরকারের পেটোয়া বাহিনী পুলিশের ছত্রছায়ায় হামলা চালিয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা এও জানতে পেরেছি, ওই সময়ে নারায়ণগঞ্জের কুখ্যাত এক নেতা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছিলেন।


বিএনপি এর আগে এক বিবৃতিতে ১৩ দফা দাবিতে হেফাজতের সমাবেশে সহায়তা করতে দলের কর্মী-সমর্থকদের নির্দেশ দেয়।
আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, “যারা কুরআন শরিফে আগুন দিচ্ছে- তাদের সহযোগিতা দিতে বিরোধীদলীয় নেত্রী নির্দেশ দিয়েছেন। ”
“এভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কেউ যদি মনে করে, অন্যায় বা অন্যায্য দাবির কাছে আওয়ামী লীগ আত্মসমর্পণ করবে, তাহলে ভুল করবে। বরং এদের আত্মসমর্পণ করতে হবে,” বলেন তিনি।
সরকারের সমালোচনা করে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, “হামলাকারীদের পক্ষ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের সমর্থন করে অস্ত্রের ভাষায় যে হুমকি দিয়েছেন, তা নিন্দনীয়। ”
“সরকার শান্তিপূর্ণ পরিবেশ উস্কানি দিয়ে অশান্ত করছে,” দাবি করেন তিনি।
হেফাজতকে হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, হেফাজতকে সন্ধ্যার মধ্যে ঢাকা ছাড়তে হবে।
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি ৪৮ ঘণ্টার মধ্যে মেনে নিতে খালেদা জিয়ার আলটিমেটামও প্রত্যাখ্যান করেন আশরাফ।
এতে ক্ষোভ প্রকাশ করে এম কে আনোয়ার বলেন, ‘‘ এর মাধ্যমে সরকারের প্রকৃত মনোভাব ও আসল চেহারা জনগণের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে।

’’
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি নিশ্চিত করা হবে। ”
স্থায়ী কমিটির বৈঠকের পর খালেদা জিয়া এলডিপি সভাপতি অলি আহমদের সঙ্গে বৈঠক করেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.