আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব।যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........
পবিত্র শবে বরােেতর দিন সন্ধ্যায় বাবার কবর জেয়ারতের জন্য আজিমপুর কবরস্থান গিয়েছিলাম । আজিমপুর বাস স্ট্যান্ড -এ নামার পর কবরস্থানের দিকে যেতে গিয়ে লক্ষ্য করলাম রাস্তার দু' পাশে লাইন ধরে ভিখারীরা বসেছে । কোথাও কোথাও এদের কারনে রাস্তায় জ্যাম-এর সৃষ্টি হয়েছে । এত সংখ্যক ভিখারী এক সাথে আগে কখনও দেখিনি । শবে বরাত উপলক্ষ্যে সেখানে ভিখারী সমাবেশ যেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।