আমাদের কথা খুঁজে নিন

   

একদিন আমার শহরে



একদিন আমার শহরে রোদময় বাসা হবে। ভোরে জানালায় পাবো আকাশ দেয়ালে সামাজিকতায় হাঁপিয়ে উঠলে সীমিত বারান্দায় পায়চারি হবে- কেমন নির্মোহ-উদাস দৃষ্টিতে-গ্রীলে- কপাল ঠেকিয়ে দেখা যাবে-মানুষের- ঊর্ধমুখি উঁচুউঁচু অহংকার- কখনোবা ফুরোনো বিকেলের বিষাদগ্রস্ত আলোয় চোখেরা পৌরানিক পাখি হয়ে যাবে- সোনালি রুপালি পালক ছড়িয়ে চলে যাবে দূরে- দূরে ঝলমলে চিকন হ্রদ বিস্তীর্ন এলাকায় মায়াময় ঘুমঘুম মেঘালয়- মাঝে সাঝে আরো দূর- অনেক দূরে হবে আমাদের পরিভ্রমন- আড়ালে গাইবেন তানসেন পায়ে পায়ে মেঘেরা তুলবে তাল- সুরের মদিরতায় জলের গালিচা চড়ে সমুদ্র হতে আসবে পসাইডন- অভিজ্ঘতা বিনিময় হবে জলে ও ডাঙায়- চুপিচুপি দীর্ঘ বৈঠক হবে রোদে জানালায় এবং হঠাত্ একদিন সমস্ত মিথ ভেঙে দেবতারা নামবেন ছাদে আতর গোলাপের ঘ্রাণ মিশবে হাওয়ায়- তারপর শহরে ঘটবে পরিবর্তন এক জানালাদের হবে ভাব বিনিময় মুখোমুখি দেয়ালেরা খোঁজ খবর জানবে পরস্পর-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.