আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতির মন্দাভাব এবার মনবুশো স্কলারশীপের উপর!!!!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

বিশ্বের চরম অর্থনৈতিক দুরাবস্থার মাঝে চারিদিকে চলছে কর্মী ছাঁটাই প্রতিযোগিতা!!! এরই সাথে আর একধাপ যোগ হলো! জাপান সরকার মনবুশো স্কলারশিপের মাসিক টাকার পরিমান কমিয়ে দিয়েছে। আগের নিয়মে সব মনবুশো স্কলারশীপধারীরা ১ম বছর যা পেতেন, ২য় বছর থেকে তারচেয়ে ১০০০০ ইয়েন কম পেতেন, এখন সবই ফ্লাট রেট করে দিয়েছে, শুরু থেকেই এখন আগের চেয়ে ১৫হাজার ইয়েন কম। এটা জাপানে পড়তে ইচ্ছুকদের জন্য আগাম দুঃসংবাদ। কদিন আগেই কলিগ/ক্লাসমেটদের কাছে কানাঘুষা শুনছিলাম, আজ সাইন করতে গিয়ে কনফার্ম হলাম। একটা ডকুমেন্ট ধরাইয়ে দিয়েছে, যেখানে বলা হচ্ছে, বিশ্বের অর্থনৈতিক মন্দার জন্য জাপানের অর্থনীতি কঠোর সময় অতিবাহিত করছে, জাপানের বিভিন্ন সংস্থার দ্বারা জাপান সরকারের উপড় অব্যহত চাপের দরুন, জাপান সরকার জাপানে মনবুশো স্কলারশীপে অধ্যায়নরত ৩লাখ ছাত্র-ছাত্রীদের মাসিক স্কালারশীপের হার পূননির্ধারন করেছে। যা আগামি এপ্রিল/২০০৯ থেকে বাস্তবায়িত হবে।তবে টোকিও র ইউনিভার্সিটিগুলো একটু বেশি পাবে, উচ্চ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.