শাফি সমুদ্র
অবিশ্বাসের ভ্রমণে তোমার কাছে ছুটে যাওয়া
মৃত: শহর বুকে বেঁধে তোমাকে লিখি অবিনাশী চিরকূট
কতোটুকু জানো মৃত্তিকার স্পর্শে আততায়ী হয় পাপের গুহা
ঘুমের প্রাসাদ।
শুধু ইতিহাস জানো মৃত্যুর
শুধু অধ:পতন জানো স্পর্শের।
আমি আর তুমি কতোকাল গেছি অভিমান করে
ভীষণ ব্যার্থ আমাদের নির্মিত সূর্যরেখা
বলো, কোথায় ছিলো দুঃখদেহ, কঠিন, ভিষণ কঠিন।
ফিরে গেছে কান্ত দিন, প্রার্থনার শিশু হয়ে ফিরে আসে চাঁদ
আলোকজ্জ্বল উঠোন।
ঝিনুক বিজ্ঞানের মত কম্পমান সমুদ্র আবার প্লাবন হয়ে দেখুক
চোখের পাতায় কিভাবে নেচে উঠে বৃন্দাবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।