আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদের সৌজন্যে এ্যাড, না, এ্যাডের সৌজন্যে সংবাদ!!

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

একটা সময় ছিল যখন টিভিতে সংবাদ প্রচার করা হতো কোন বিরতি ছাড়াই। এটা অবশ্য সেই সময়কার বিটিভির কথা। আর এখন তা হয়না। বিশেষ করে স্যাটেলাইট চ্যানেল গুলো সংবাদের মাঝে মাত্রাতিরিক্ত কমার্শিয়াল বিজ্ঞাপন প্রচার, সংবাদ দেখার স্পৃহা নষ্ট করে দেয়।

কিছুদিন যাবত এই প্রবনতাটা চ্যানেল আই তে বেশী দেখা যাচ্ছে। এই চ্যানেলটি বাংলাদেশে দ্বিতীয় স্যাটেলাইট চ্যানেল সম্ভবতঃ। গতানুগতিক ধারা অনুযায়ী যেকোন অনুষ্ঠান প্রচার করতে সেই অনুষ্ঠানের কিছু চাঙ্ক বিক্রি করা হয় অন্য কোন কোম্পানীর এ্যাড প্রচারের জন্য। সেটা একটা লিমিটের মধ্যে থাকলে ভালো লাগে। গতকাল রাত নয়টার সংবাদ দেখতে বসলাম।

মোট সময় ২৯ মিনিট। প্রথমে ৬টি সংবাদের শিরোনাম দিয়ে শুরু হলো। প্রথম ৭ মিনিট অর্থাৎ ৯.০৭মিনিট পর্যন্ত ৫টি নিউজ প্রচার হলো। এবার সংবাদ পাঠিকা ইর্ষ্টাণ ব্যাংক বিরতি চাইলেন। এরপর শুরু হলো কমার্শিয়াল এ্যাড প্রচার।

(জিপি, যমুনা, এসকে ইলেকট্রনিক্স, প্রমা, পপি লাইব্রেরী, আরএফএল চেয়ার, মেরিল, মাইওয়ান, বাংলালিংক, নোকিয়া, অটোবি, প্যারাস্যুট, ক্লোজআপ, লাইফবয়, পেপসোডেন্ট, ডানো, হেয়ার ডাই, আরএফএল পাস্প, অলিম্পিক গোল্ড ব্যাটারী, বাঁচতে হলে জানতে হবে) এর মোট ২০টি এ্যাড টানা ১০মিনিট ধরে প্রচার হলো। এরপর ৯.১৭ মিনিটে আবার পাঠিকা এসে ১টি নিউজ পড়লেন এবং ৯.১৮ মিনিটে "ন্যাশনাল ব্যাংক লিঃ কৃষি সংবাদের" জন্য ব্যাংক লোগো সহ ১০/১৫ সেকেন্ড স্থায়ী এ্যাড প্রচার হয়ে আবার ১টি সংবাদ পাঠ করা হয়। এরপর ৯.১৯ মিনিটে "মার্কেন্টাইল ব্যাংক আর্ন্তজাতিক সংবাদের" জন্য ব্যাংক লোগো সহ ১০/১৫ সেকেন্ড স্থায়ী এ্যাড প্রচার হয়ে আবার ১টি সংবাদ পাঠ করা হয়। এরপর ৯.২০ মিনিটে "সাউথ ইষ্ট ব্যাংক বানিজ্য সংবাদের" জন্য ব্যাংক লোগো সহ ১০/১৫ সেকেন্ড স্থায়ী এ্যাড প্রচার হয়ে আবার ১টি সংবাদ পাঠ করা হয়। এরপর আবারো ৯.২০ মিনিটের শেষের দিকে "এবি ব্যাংক অর্থনীতি সংবাদের" জন্য ব্যাংক লোগো সহ ১০/১৫ সেকেন্ড স্থায়ী এ্যাড প্রচার হয়ে আবার ১টি সংবাদ পাঠ করা হয়।

৯.২১ মিনিটে ইর্ষ্টাণ ব্যাংক সংবাদ বিরতী নেয়া হয়। এরপর (সেন্টার ফ্রেশ চুইংগাম, যমুনা, বাংলালিংক, আরএফএল পাইপ, সানসিল্ক, সার্ফ এক্সেল, ক্লিয়ার শ্যাম্পু, আরএফএল বিয়ারিং, শরীফ মেলামাইন) এর ৯টি এ্যাড ৬ মিনিট ধরে প্রচার শেষে ৯.২৬ মিনিটে সংবাদ পাঠিকা এসে পুনোরায় ১ টি নিউজ পড়লেন। তারপর ঠিক ১মিনিট পরেই অর্থাৎ ৯.২৭ মিনিটে পাঠিকা গ্রামীন ফোন খেলাধুলার ছোট এ্যাড প্রচারের পর বললেন "গ্রামীন ফোন খেলার খবর"। খেলার খবরে জাতীয় পর্যায়ের একটি ক্রিকেট ও একটি ফুটবলের মোট দুটি খবর পড়লেন। ৯.২৮ মিনিটে ৬ টি শিরোনাম পুনোরায় বলে পাঠিকা খবর শেষ করলেন ৯.২৯ মিনিটে।

শুধু তাই-ই নয়, উনি যাবার আগে বললেন, "চ্যানেল আই এর খবর জানতে আপনার মোবাইল (কয়েকটি মোবাইল অপারেটরের নাম উল্লোখ করে) থেকে ২৬২৬ নাম্বারে এসএমএস করতে পারেন। " পাঠিকা মোট ১২ টি খবর পড়লেন যাতে মোট সময় নিলেন ১১/১২ মিনিট। অর্থাৎ প্রতিটি সংবাদে গড়ে ১ মিনিট করে। সেইসব খবরের মাঝে ছিল সেই খবর রিলেটেড ভিডিও প্রচার। আর পুরো ১৭ মিনিট জুড়ে ছিল বিজ্ঞাপন।

তাহলে আমরা সংবাদ দেখতে বসি, না, কমার্শিয়াল এ্যাড দেখতে বসি? চ্যানেল আই মাত্রাতিরিক্ত ভাবে বিজ্ঞাপন নির্ভর হয়ে পড়ছে। দর্শকের ধৈর্য্যচ্যুতি ঘটিয়ে ফেলে। অনুষ্ঠান দেখতে আগ্রহ হারিয়ে ফেলে দর্শক। [এখানে উল্লেখ্য কোম্পানী গুলোর নাম কোন বিজ্ঞাপনের জন্য দেয়া হয়নি]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.