Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society
একই দিনে ও একই সময় রাতের আধারে ঢাকা ও চট্টগ্রামের রেল ভবনের অফিস ঘরের তালা ভেঙে ফাইল, মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা চুরি করেছে। এটা কি দৈবৎ ঘটনা নাকি ৬৪ জেলায় যে ভাবে বোমা ফাটানো হয়েছিল সে রকম কিছু। ঘটনার পর মন্ত্রীর বক্তব্য থেকে জানা গেল - এটা সরকার কে হেয় করার জন্য করা হয়েছে। সেই পুরানো রেকর্ড - একই বির্বিতি। প্রেস নোটে জানা গেল - চুরি হয়েছে ঠিকই তবে জরুরী কোন ফাইল নয়।
যে সমস্ত পুরানো ফাইল পোড়ানোর জন্য বেধে রাখা হয়েছিল - সে গুলো নিয়ে গিয়েছে। খুব সুখবর তাহলে । রাতের আধারে রেলওয়ে ভবন পরিস্কার জন্য তাহলে আগে থেকেই লোকবল ঠিক করাই ছিল। !!!!!!!!!!!!!দেশের জনগন সম্পর্কে প্রসাশনে যারা বসে আছেন তাদের ধারনা মনে হয় - জনগন কিছু বোঝে না ও জনগনের আই কিউ ও প্রশাসকদের মত ???? বিপুল ভোটে জয় লাভ করে , সরকার গঠন করে - তাদের নিকট থেকে এরকম বির্বিতি শোনার আশা করি না। মনে হয় তাদের উপর চাপ প্রয়োগ করে সেই পুরানো পথে পরিচালিত করা হছ্ছে।
হায় বিবেক !!!!!!
আমরা জানি দেশে যে কয়টা দুর্নীতিগ্রস্ত বিভাগ আছে - রেলওয়ে বিভাগ তার আন্যতম। তাই দুষ্কর্মকে ধামাচাপা দেবার জন্য ফাইল চুরি করানোটাই স্বাভাবিক। এর কি কোন প্রতিকার নাই ? সরকারের কবে সাহস হবে সৎসাহসে কাজ করার ও সৎসাহসে বক্তব্য দেবার। সংলগ্ন কথা বলুন ও লোক হাসানোর মত কথা বলা থেকে বিরত থাকুন। কিছু অসৎ লোকের জন্য, দেশের বিপুল জনগন যারা আপনাদের সহায় ও শক্তি, তাদেরকে যেন আর ভবিয্যৎ এ না হারাতে হ্য়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।