নিজের মাথায় হাত বুলিয়ে , ঘুম পাড়ানির গান । ঘুম যা বেটা ঘুমা এখন , কিসের অভিমান । কষ্ট পেলে বোকা ছেলে , হাসবে দেখে লোকে । তুই তো এখন ছোট্টটি নেই , বুঝিয়ে বল তোকে । হৃদয় আছে তাই বলে কি , কষ্ট পেতে হয় ? কেন্ বুঝিনা করিস এতো , সময় অপচয় । কিসের এতো মান অভিমান , নাই যদি রয় টান । তোকে ভেবে একই ভাবে পোড়ায়না কেউ প্রাণ ...।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।