ভালো লাগে লিখতে তাই লিখি..............
ইচ্ছে ঘুড়ির স্বপ্নরা আমায় নিয়ে উড়াল দাও
দূর আকাশের, দূর দিগন্তে ,
আমি উড়ব সেথায় অনুভূতির ফড়িং হয়ে
আপন মনে, আপন ভাবে ।
রোদ্দ্য ঝলমলে আকাশের বুকে খেলা করতে
আমার কি ভীষণ ভালোই না লাগবে!
দুষ্টু হাওয়া এসে যখন হঠ্যাৎ আমায় ছুঁয়ে যাবে,
প্রাণে তখন কি শিহরণই না জাগবে!
মেঘের কাছে আকুতি এক পশলা বৃষ্টির জন্যে,
সেই বৃষ্টিতে নেচে-গেয়ে ভিজব নির্জন অরণ্যে।
সিক্ত হবে মৃত্তিকা, সিক্ত হবে ধরনী
সিক্ত হবে পাহাড়, সিক্ত হবে বনানী ।
ভেজা মাটির গায়ে আমি চলব, একে পদচিহ্ন
রংধনু হতে রং এনে সাজাব আকাশের মলিন্য ।
সর্ত্পনে নিজ হাতে গুছিয়ে দিব, এলোমেলো বাতাসকে
সূর্য যখন অস্ত যাবে, আঁধার ভাঙ্গতে ডাকব জোসনাকে।
ডাকে সাড়া দিয়ে মেঘের কোল ছেড়ে বেড়িয়ে এলে চাঁদটা
ভীষন খুশি হয়ে ভাঙ্গা গলায় শুনিয়ে দিব গান এক-আধটা ।
ঝিলমিল তারাদের সাথে বসবে আসর সুখের,
তারা সবাই মনোযোগী শ্রোতা আমার গল্পের ।
জানাব আমার মনের গোপন সব ইচ্ছে-কথা; হৃদয়ের সুপ্ত বাসনা
মানুষের মাঝে ভালবাসা ছড়িয়ে করতে চাই স্বর্গীয় পৃথিবী রচনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।