দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
স্বর্গীয় স্বপ্নের অর্ঘ দেওয়া এক দেবতার পায়ে
যাকে অদ্ভুত লাগে, যাকে তুমি চাও না ঘৃণায়,
গৌরবমন্ডিত করা শান্তির তীর্থকে
হত্যা ও যুদ্ধের রক্তে পূতিগন্ধময়;
ঠান্ডায় জমাট রাতে আঁধার নির্ণয়,
সে আঁধারে খুঁজে-ফেরা আগুন ও আলো আলোক-
ইশ্বরের সকরুন অনুগ্রহে কবি,
এ তোমার অবিশ্বাস্য নির্মম নিয়তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।