তুমগ ভালবাসি, তাই এত কাছে আসি ....
ঘৃনা আমার মানুষের প্রতি, ভন্ডামীর প্রতি
নিজেকে উচু দেখানোর প্রতি, তখন
দেখানো মমত্ববোধের প্রতি "না"
আর বুড়া আন্গুল প্রদর্শনই একমাত্র সম্বল।
অনেক বছর আগের কথা তখনও
নির্মলাতাকে নিস্কলুষ দেখেই অভ্যস্ত এই মন,
দেখা হল এক শিক্ষকের সাথে,
কি অদ্ভুত তার বাচনভন্গি, কি সুন্দর শব্দচয়ন
নির্বাক হয়ে তাকিয়ে রইলাম আর ভাবতে থাকলাম,
মুহুর্তেই হিরো বানিয়ে স্তুতি গাইতে শুরু করি তার।
কিন্তু একি অবাক কান্ড সে যখনই নতুন কাওকে পায়
তার ভালমানুষের পরিচয় দিতে উদ্বেল হয়ে পড়ে।
বুঝে উঠি ওটা ছিল বিজ্ঞাপন, ভালমানুষিকতার।
দিনকে দিন আরও অনেকেরে সাথে দেখা হয়,
ভাললাগে, ভালবাসি নিদারুন আবেগে
অথচ ঐ রকম কাওকে দেখলেই মনটা বিষিয়ে ওঠে
আরও বিজ্ঞাপন আরও ভন্ডামী।
গাজার মৃত্যতে হবে আজ আমার ভালমানুষির বিজ্ঞাপন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।