প্রথম আলোয় পড়লাম , বুড়াপীরের দরগা বা পীরে র মাজারে হিন্দু মুসলমানরা কেন আসেন ।
স্থানিয় লোকজন নাকি জানিয়েছেন , বুড়াপীর সাহেব ছিলেন এক জন সাধক । পাক-ভারত বিভক্তির অনেক আগে তিনি ভারতে জন্ম গ্রহন করেন । আধ্যাতি্নক জ্ঞানের অধিকারী হওয়ার কারনে তিনি মুসলমান হিন্দু সবার কাছে সমান জনপ্রিয় ছিলেন । তার কাছে গেলেই নাকি সব সমস্যার সামাধান পাওয়া যেত ।
তার মাজারে গিয়ে মানত করলেই ইচ্ছা পুরন হতো । এখনো তার মাজারে হিন্দু মুসলমান সবাই আসেন ।
আল্লাহর কাছে না ছেয়ে মাজারের কাছে ছাওয়া মানে মাজারকে আল্লাহর সাথে শরীক করা ।
আমরা মুসলমানরা জানি, আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য । সত্যিকার মাবুদ অন্য কেউ নয় ।
কেন,না এক মাত্র তিনি বা ন্দাদের সৃষ্টি করেছেন । তিনি তাদের প্রতি অনুগ্রহকারী এবং তাদের জীবিকার ব্যবস্থাপক। আমরা কালেমা তাইয়েবার অর্থ পড়েই পরিস্কার বুঝতে পারি । আমরা মুসল মানরা জানি শির্কের ভয়াবহতা সমন্ধে । আল্লাহ তার শরীক করার অপরাদ ক্ষমা করেন না ।
যে কেউ আল্লাহর শরীক করে সে এক মহাপাপ করে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।