আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমবারের মত হাসিবের একটি পোস্ট পড়া -> ভালো লাগা -> পজেটিভ রেটিং -> প্রিয়তে সংযোজন .... এবং কিছু কথা

গভীর কিছু শেখার আছে ....

হাসিবের সঙ্গে আমার হয়তো কোন কালে কিছু একটা হয়েছিলো, আর সেই কিছু একটা যে কি আমার স্মরণে না থাকলেও হাসিবের বেশ স্মরণে আছে আশা করি! কারণ আমার প্রতিটি পোস্টে হাসিবের পদধূলি পড়ে, সঙ্গে মাইনাস রেটিং-ও গিফট থাকে! আর এ সোজা কথার উল্টো কথা যতভাবে বলা সম্ভব, তা হাসিবের পক্ষেই যে সম্ভব, তার প্রমাণ কমেন্টগুলিতে হাসিব রেখে যায়! যা হোক, সামহোয়ারইন ব্লগে আমি খুব নিয়মিত ব্লগার যেমন নই, তেমনি খুব অনিয়মিত ব্লগার-ও নই! এই পোস্টটি লেখাকালীন সময়ে আমার ব্লগার পরিসংখ্যান এরকম : * পোস্ট করেছেন: ২২৬টি * মন্তব্য করেছেন: ২৯৬৫টি * মন্তব্য পেয়েছেন: ৩৭৭৭টি * ব্লগ লিখেছেন: ১ বছর ৬ মাস * ব্লগটি মোট ১০০৩৪০ বার দেখা হয়েছে। উপরন্তু বাসায় ইন্টারনেট ফ্যাসিলিটি না থাকায় অফিসে কাজের ফাঁকে ফাঁকে ব্লগিং করি। আর সে কারণে অনেক পোস্ট অনেক সময়ই চোখ এড়িয়ে যায়। অফিসে এসে যে ক'টি পোস্ট প্রথম পাতায় কিংবা সাম্প্রতিক মন্তব্যের বক্সে যেগুলো চোখে পড়ে সেগুলোতেই চোখ বোলাই। আর বড় কোন লেখা হলে পেন ড্রাইভে সেভ করে বাসায় নিয়ে পড়ি।

১১ ডিসেম্বর লেখা হাসিবের অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার টি গতকাল একই ভাবে সেভ করে রাতে পড়লাম। মিথ্যে বলবো না, অনেকদিন পরে একটি ভালো পোস্ট পড়লাম। ধন্যবাদ হাসিব! সঙ্গে এও ঠিক করলাম এই পোস্টটি নিয়ে একটি পোস্ট যেন না দিলেই নয়! সঙ্গে কিছু কথা সংযোজন করাটাও উপলব্ধি করলাম। কারণ সেরা পোস্ট নির্বাচন নিয়ে ব্লগে সেসময় ব্যাপক হাউ-কাউ হচ্ছিল। পক্ষে-বিপক্ষে নানা ধরণের মতামত তখন চলছিলো! নিজস্ব কিছু মতামত দেবার বিষয়টি চিন্তা করেও ব্লগে তখন তা লেখিনি, কারণ বর্ষ সেরা পোস্টগুলোর মাঝে আমার কোন পোস্ট ছিলো না।

হয়তো বর্ষ সেরা হবে এমন কোন পোস্ট আমি লেখিনি বলে! এমতাবস্থায় আমি যদি এর বিরোধীতা করে কোন পোস্ট দিতাম তবে কেন পোস্টটি দিলাম তা খোঁজার জন্য '‌জ্ঞানবান ব্লগার' না হয়েও যে কেউ স্বাভাবিকভাবে বলে উঠতে পারতো "নিজের কোন পোস্ট সেরা হলো না তো, তাই-ই হয়তো এই পোস্টটি দিয়েছে!" কারণ তখন বেশ দেখতে পারছিলাম যে, বর্ষ সেরা পোস্টে নিজের পোস্ট থাকার পরেও ব্রাত্য রাইসু ও মানস চৌধুরীকে কিভাবে নানা কথায় জর্জরিত হতে হচ্ছিলো। বিশেষ করে মানস চৌধুরীকে শত জুতা প্রদর্শন তো ব্লগের ইতিহাসে নিন্দনীয় হয়ে থাকবে। হাসিবের মূল কনসেপ্টের সঙ্গে আমি কোন বিরোধে যাবো না। কারণ তার কথায় যুক্তি আছে। এক্ষেত্রে সেরা ব্লগ লেখককে পুরষ্কার হিসেবে টাকা দেয়া হবে কিনা তা নিয়েও আমার কোন মাথাব্যাথা তখনও ছিলো না, এখনও নেই।

কারণ কর্পরেট কালচারের এই যুগে সর্বত্রই যেখানে "টাকা"-কে পুরষ্কারের মানদন্ড ধরা হচ্ছে, সেখানে এ ব্যাপারে আমাদের অবস্থান কি হবে তা নিয়েও আরেকদিন আলোচনা হতে পারে। এক্ষেত্রে এই পোস্টে আমি যেটা তখনও বলতে চেয়েছিলাম এবং এখনও বলতে চাই তা হলো, বিগ্রেড সিক্সটিন নিজে না আমরা (যদিও সকলেরই অজানা এই আমরা কারা) সেরা পোস্টটি নির্বাচনের এই গুরুভারটি স্বেচ্ছায় নিয়েছিলো? এক্ষেত্রে সেরা পোস্ট নির্বাচনের মানদন্ড কি তা সকলের অজানা। কেবল ব্যক্তির পছন্দে একটি ব্লগের সেরা পোস্ট নির্বাচন হবে এটি মেনে নিতে আমি একেবারেই নারাজ। যদি ব্লগ মডারেটর প্যানেল এই সেরা পোস্ট নির্বাচনে যুক্ত থাকেন তাহলে এতো লুকোচুরির কিছুতো ছিলো না। তারা সরাসরি বিচারক বা জাজ প্যানেলে কারা রয়েছেন তা সকলকে জানিয়ে দিলেই এতো কথা উঠতো না, শত জুতা প্রদর্শনের মত ব্যাপারও ঘটতো না! .......... যা হোক, এক মাস আগের ব্যাপার আবার-ও আলোচনায় তুলে আনার ইচ্ছা আমার একেবারেই ছিলো না।

হাসিবের পোস্টটি এই পোস্ট লেখার ব্যাপারে অনুপ্রাণিত করেছে এটা স্বীকার করতে কুন্ঠা বোধ করছি না। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.