বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
মানুষ নাকি সৃষ্টির সেরা জীব। ভুল কথা। মানুষের চেয়ে কুকুরও ভাল। মানুষের চেয়ে ডাষ্টবিনের আবর্জনা ভক্ষনকারী কাকও ভাল।
আমার কথার শুনে আপনারা কেউ কেউ হয়ত ছি: ছি: করে উঠবেন। তারপরেও আমি বলবো- মানুষ খুবই নিকৃষ্ট।
বিদ্যুতের তারে শক খেয়ে কাক মরলে সব কাক সেখানে হাজির হয়। দুঃখ প্রকাশ করে। কাক পরিবারে শোক ছড়িয়ে পড়ে।
কিন্তু একটা মানুষের সামনে একটা মানুষ লাশ হয়ে পড়ে আছে, একটা মানুষ আরেকটা মানুষকে নির্বিচারে গুলি করে মেরে ফেলছে, একটা দুগ্ধপোষ্য মানব শিশুর খন্ডিত মস্তকও এই মানুষের মনে এতটুকু কাঁপন তোলে না (এই ছবিগুলো এই ব্লগে আপলোড করার সাহস আমার এখন হচ্ছেনা)। এই মানুষগুলোকে শুয়োরের বাচ্চা বলে গালি দিলেও শুকুর ছানার অপমান হবে।
বিশ্বজুড়ে মানুষ নিধন। সিটি কর্পোরেশনের বেওয়ারিশ কুত্তা নিধনের বেলাতেও একটা নিয়ম মানা হয়। গালায় লম্বা আংটা পড়িয়ে চেতনা নাশক ইঞ্জেকশন আর বিষাক্ত ইঞ্জেকশনের মাধ্যমে মেরে ফেলা হয় কুকুর গুলোকে।
"বছরের পর বছর ধরে গাজায় চলছে হ্ত্যাযজ্ঞ। " এই শুধু একটি বাক্যেই সীমাবদ্ধ রাখলাম। আর পারলাম না কিছুই বলতে। সে সাহস আমার হয় না। অত বড় নৃশংসতার কথা ভাবতে আমার বুক কাঁপে।
অথচ আমরা মানুষ হয়েও কিছু করতে পারছি না। জাতিসংঘের বড় বড় নেতারা শীতাতপ কক্ষে বসে মদের গ্লাসের সাথে গ্লাস বাড়ি দিয়ে মিটিং করে। যুদ্ধবন্ধের প্রস্তাব তোলে। কি আই ওয়াশিং!!!! অথচ কেউ নেই, কোন দেশ নেই তাদের এই রক্ত নিয়ে হোলি খেলার প্রতিবাদ করবে? রক্তে রঞ্জিত আজ দুনিয়া। হায়রে মানবতা!!!!! সৃষ্টিকর্তা তুমি কোথায়!!!!!!!!!!!!!!!
অথচ তারাই নাকি বিশ্বজুড়ে "মানবাধিকার প্রতিষ্ঠা" ইস্যুতে কাজ করে যাচ্ছে।
মানবাধিকার বিষয়ক এনজিও গুলো চলে তাদের পৃষ্ঠপোষকতায়। হা হা। কি কৌতুক!!!!! কি নাটক!!!!!!!!
ইউএস প্রেসিডেন্ট তনয়ার আদরের বিড়ালের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নামলেও মনুষ্যদানবের আঘাতে মানুষগুলোর শেষ নিঃশ্বাস বের হওয়ার কষ্টের আর্তনাদ তাদের মনে শোকের ছায়া ফেলে না।
হায় সৃষ্টিকর্তা, কেন নিবোর্ধ প্রানী করে দু্নিয়াতে পাঠালে না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।