বিষয়টি খুবই মর্মাহত করেছে আমাকে। একজন পুলিশ সদস্যর এমন অশোভন আচরণ! বেলা ১১.৪৫ মিনিটের দিকে আমি বসে ছিলাম চন্দ্রিমা উদ্যানের পাশে ক্রিসেন্ট লেকের ধারে। আমাদের পাশেই বসে আড্ডা দিচ্ছল এক ছেলে এক মেয়ে। এমন সময় বাইকে করে একজন পুলিশ (বয়স ৫০) এসে সংসদ ভবন সংলগ্ন দাঁড়িয়ে থাকা একজন সাংবাদিকের গাড়ি তাড়া দিল। গাড়িটি চলে যাচ্ছে আর তার পেছন পেছন সেই পুলিশটি বাইক নিয়ে এসে ঠিক আমরা যেখানে বসে ছিলাম সেখান পর্যন্ত এসে বলল, তোদের মতো সাংবাদিকদের পেঠায় সোজা করে দেব।
এরপর আরও একটি গাড়িকে আসাদ গেটের রাস্তায় তাড়িয়ে দিয়ে এবার সোজা আমার দিকে আসলো। আমার পাশে বসা সেই ছেলে-মেয়েদের উদ্দেশ্য করে সেখানে দাঁড়িয়ে থাকা আরএকজন পুলিশকে বলল, ওদের ধাক্কা মেরে পানিতে ফেলে দে, মনে হয় পানি খুব পছন্দ, প্রেম করার জায়গা পাস না। এইখানে এসে ফূর্তি। এমন মাইর দেব, বাপের নাম ভুলে যাবি।
সত্যিই অবাক হয়েছি।
একজন পুলিশ কিভাবে এতটা বাজে আচরন করতে পারে সাধারণ মানুষের সাথে। সাংবাদিক হয়েও সেসময় এর কোনো প্রতিবাদ না করতে পারায় খারাপ লাগছে। সেই বন্ধুটির (ছেলে+মেয়ে) কাছে তাই সর্যি। আর শত ধীক্কার সেই বদমাশ পুলিশটিকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।