হত্যা করেছি নিজেকে...এখন শুধু পাপ বয়ে বেড়াচ্ছি
ইটু ফুন দিয়া কয় হে নাকি বিশাল একটা কি আবিস্কার করছে! তার আবিস্কারে আমার কুনু সন্দেহ নাই কারন মুবাইল দিয়া শুধু যে কথা কন যায় তাতো না এটা দিয়া মাইনষের মাথাও ফাটান যায়!। চাপাচাপিত পইরা তার আবিস্কার দেখতে গেলাম। তার ঘরে যাওনের লগে লগে দেহি তিনঠা গাছের চারা লইয়া নারাচারা করতাছে। আমারে দেইক্যা কয় দুস্ত আমার আবিস্কার হইলো আমি হারারাইত চিন্তা কইরা বাইর করলাম যে আসলে তিন প্রকারের পুরুষ মানুষ আছে
১. মহান ব্যাচলর
২. বিবাহিত
৩. বিবাহিত ব্যাচলর
আর এই যে তিনটা গাছ দেখতাছো এর মইধ্য নীলঠা হইল মহান ব্যাচলর, লালঠা হইল বিবাহিত, আর কাঁঠাঅলাঠা হইল বিবাহিত ব্যাচলর। গাছগুলানরে খানা দানা কিচুই দিমুনা দেহি শেষমেষ কে টিকতো পারে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।