স্বপ্ন দেখি এবং চেষ্টা করি সত্যি করার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আর কথা কমবেশি সবারই জানা। গুগল হঠাৎ হঠাৎ চমক নিয়ে হাজির হয় বিশ্ববাসীর সামনে। অনেকেরই হয়তো জানা আছে যে, এর রয়েছে ‘গুগল এক্স’ নামে একটি গোপন ল্যাব। এই ল্যাবের বিজ্ঞানীরা উচ্চাভিলাষী সব আবিস্কার নিয়ে কাজ করে থাকেন।
সম্প্রতি তারা এমন একটি চশমা আবিষ্কারের কথা বলেছেন যা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
আপনি কোনো দেয়ালে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে চাচেছন কিন্তু বুঝতে পারছেন না এর ভেতরে কোথায় বৈদ্যুতিক তার আছে। অথবা আপনি কোনো বড় বইয়ের দোকানে কাঙ্খিত বইটি খুঁজছেন কিন্তু দোকানের কোন অংশে আছে সেটা বুঝতে পারছেন না। এসব থেকে নিমিষেই মুক্তি দিতে আসছে গুগলের নতুন চমক এই ভবিষ্যত বিস্ময়কর চশমা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ‘গুগল প্লাস’ এ সোয়া দু’মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
যেখানে চশমা পরা একজনের সারাদিনের কর্মকান্ড দেখানো হয়েছে। এতে দেখা যায়, ঘুম থেকে উঠে চশমা পরতেই চোখের সামনে চলে আসে নানান তথ্য। যেমন: আজকের তাপমাত্রা কত, বৃষ্টি হবে কিনা ইত্যাদি। এমনকি ওই ব্যক্তির কোথায় কোথায় যাওয়ার কথা সেই তালিকাটাও জানিয়ে দিচ্ছে চশমাটি।
তবে কবে নাগাদ চশমাটি বাজারে আসবে সে সম্পর্কে গুগল কিছু জানায়নি।
গুগল এমন সব বিষয়ে গবেষণা করে যেগুলো অদূর ভবিষ্যতেই বাস্তবে রূপ পেতে পারে বলে গুগলের এক কর্মকর্তা জানান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।