সঙ্গে সাহিত্যের সুবাস ...
সরাসরি লড়াই করে ১৯ জন নারী প্রার্থী জয়ী হয়েছেন। ৫৩ আসনে ৫০ জন নারী নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এরমধ্যে মহাজোটের ১৬ জন (১৫ জনই আওয়ামী লীগের, ১ জন জাতীয় পার্টির) আর বিএনপির ৩ জন বিজয়ী হয়েছেন।
যেকোনো নির্বাচনের তুলনায় এটাও একটা রেকর্ড।
পরাজিত ও জয়ী সব নারী-প্রার্থীদের আসুন অভিনন্দন জানাই।
হাসিনা-খালেদা দলের প্রধান, কিন্তু তারা নেতৃত্বে এসেছিলেন পিতা ও স্বামীর সুবাদে। 'সাধারণ' নারীদের জন্য রাজনীতি ছিল দুর্গম জায়গা। রাজনীতি হলো পুরুষালী -- এই ধারণায় এতদিন তারা সামনের সারিতে স্থান পাননি। পেছনের সারির 'অলঙ্কার'-এর দুর্নাম এতদিনে ঘুচলো।
এই শুরু, আশা করা যায়, ভবিষ্যতে আরও নারী সাংসদ আমরা পাবো।
এবারের নির্বাচনে নারীভোটারদের ভূমিকাও উল্লেখ করার মতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।