নির্বাচন এলেই খালেদা ও হাসিনা প্রতারকের খাতায় নাম লিখান।তারা তিনটি করে আসনে দাড়ান এবং জয়ীও হন।তবে তাদের দুইটি করে ছেড়ে দিতে হয় । সোজা কথায় বলা যায় এই দুই নেত্রী তাদের ছেড়ে দেওয়া আসনের জনগনের সাথে প্রতারনা করেন।তারা দেখে শুনে বুঝেএই প্রতারনাটুকু করেন জনগণের সাথে।আবশ্য আইনের মধ্যে থেকেই এ ই প্রতারনা তারা করে থাকেন।কি আজব এই আইন।তাই বলে জনগনের রায়ের সাথে প্রতারনার অধিকার কি এই দুই নেত্রীর আছে?এই যখন শীর্ষ দুই নেত্রীর চীত্র।বাকিদের কথাএখানে বলাটাই হবে বাহল্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।