আমাদের কথা খুঁজে নিন

   

পরিকল্পনা ক্রুটি দায় কে নেবে?



ডাক্তারদের ভূলের কারণে রোগী মারা গেলে, ডাক্তার দায়ী হন। রাজনীতিদের ভুলে কারণে দেশের পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করা হচ্ছে। তবে পরিকল্পনা ভূলের বা নীতিহীন কার্যক্রমের জন্য পরিকল্পনাবিদের কেন দায়ী করা হবে না? কেন তাদের প্রশ্নের সম্মুখীন করা হবে না। রাসত্দায় যানজট নিরসনে অনেক পরিকল্পনা হয়েছে। নেয়া হয়েছে অনেক পদপে, কিন্তু কার্যকর বা ফলপ্রসু সমাধান আজও আসেনি।

কি কারণ হতে পারে এ অবস্থার? পরিকল্পনার ভুল বা দূরদর্শিতার অভাব? দূনীতি? না স্বার্থ সংশ্লিস্ট সিদ্ধানত্দের ফলাফল? এটি নতুন নয়, প্রতিবারই বিভিন্ন সচেতন মহল পরিকল্পনাগুলোর ক্রুটি সরকারের নজরে আনার চেষ্টা করেন। কিন্তু কিছু কুচত্রী ব্যক্তি কতিপর ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থে বিভাগ তাদের পছন্দ মতো পরিকল্পনা গ্রহনের সুপারিশ দেয়। রাষ্ট্রের অর্পিত পবিত্র দায়িত্ব তারা অর্থ, স্বার্থ ও তথাকথিত কনসালটেন্সির জন্য বিকিয়ে দেয়। আর এ কথার জন্য বিগত দিনের পরিকল্পনা সংশ্লিষ্ট দূনীতিই প্রমাণ, যা সকলের কাছে জানা। বিগত সময়ে সংবাদ মাধ্যমে দেখা যায়, অনেক প্রকৌশলী দূনীতি দায়ে গ্রেপ্তার হয়েছে।

তাদের কাছে কি দেশের স্বার্থে কোন সুপারিশ প্রত্যাশা করা যায়। কিন্তু দূভাগ্য হলেও সত্য, তাদের পরামর্শকে যথর্াথ মনে করে গ্রহণ করা হয়। কিন্তু তারা কখনোই রাষ্ট্রের নয়, তারা হচ্ছে যাদের কনসালটেন্সি করে তাদের। মিরপুর রোডে রিকশা বন্ধ, মহাখালী ফাইওভার করার পূর্বে সচেতন মহল বর্তমান পরিস্থিতি নিয়ে পূর্ববাশ দিয়েছিল, কিন্তু যে পরামর্শ উপো করে হয়েছে। বর্তমান ফলাফল এ দুই পদপে মানুষের দূভোর্গ, অর্থ ব্যয় বৃদ্ধি করেছে।

এ দায় কে নেবে? এসটিপি পরিকল্পনা সংশোধন ছাড়া পাশ করা হলে যে দূর্ভোগ এর আশংকা করা হচ্ছে তার দায় এ পরিকল্পনাবিদদের নিতে হবে। তার সাথে এ বিষয়টি নিরীা করা প্রয়োজন, যারা পরিকল্পনা অনুমোদন বা যাচাইয়ের সাথে রয়েছে, তারা বা তাদের কোম্পানি/প্রতিষ্ঠান কোনভাবে এসটিপি বাসত্দবায়নের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে কনসালটেন্সি নামক কোন প্রক্রিয়ায় যুক্ত আছে কিনা। যদি থাকে তবে পরিকল্পনা কেন তা বলে দেয়ার অপক্ষো থাকে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.