কর্মসূত্রে আমি বেতারের সঙ্গে যুক্ত ছিলাম। নিজে গান করতাম।
একটু একটু লেখার অভ্যাসও ছিল। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে গণহত্যা শুরু হওয়ার পরপরই আমি সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেই। আমি ছিলাম ৩ নম্বর সেক্টরে, জুনের ৩ তারিখ পর্যন্ত।ফলে জুনের ৪ তারিখে যুদ্ধের মাঠ থেকে চলে যাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে গায়ক ও সুরকার হিসেবে আমরা অনেকেই কাজ করতাম। যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের সাহস ও উদ্দীপনা জোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অনস্বীকার্য।
আমাদের গান শুনে মুক্তিযোদ্ধারা উৎসাহিত হতেন। নিরীহ বাঙালিদের ওপর পাকবাহিনীর নির্বিচার গণ্যহত্যা আমাকে গান লিখতে উদ্বুদ্ধ করে। আমি লিখি 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা', 'তীর হারা এই ঢেউয়ের সাগর', 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে' ইত্যাদি গান। সবার মুখে মুখে ছড়িয়ে যায় এ গান। গানগুলো মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শক্তি যোগাতো ও অনুপ্রেরণা এনে দিতো।
ওই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় ছিল। আমরা কণ্ঠসৈনিকরা নিজেকে উজাড় করে গান গেয়ে উদ্দীপনা সৃষ্টির চেষ্টা করতাম। আমরা চেষ্টা করতাম দেশ মাতৃকার যুদ্ধে কিভাবে বাঙালির চেতনাকে শাণিত করা যায়। আমাদের চিন্তা ও পরিকল্পনা সফল হল। বাঙালি হিসেবে আমরা পেলাম কাঙ্খিত বিজয়।
বিজয়ের মাসে সব মুক্তিযোদ্ধাকে আমার শ্রদ্ধা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।