আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
Click This Link
ধর্ম ও বিজ্ঞান : পর্ব-১১
রায়হান
Atheists cannot have their cake and eat it too. They cannot condemn the actions of Hitler, Stalin, Pol Pot, Chengis Khan, Halaku Khan, Ashoka, Bush, Saddam, Advani, Modi, war criminals, terrorists, rapists, and suicide bombers, as they (atheists) do not believe in Supreme Creator and life after death. On the other hand, the Quran has strongly condemned terrorism, suicide, unjust killing, and oppression (5:32, 2:195, 4:29-30, 4:91-93, 17:31, 17:33, 6:151, 25:68, 3:21, 4:75, 22:39-40, 9:13-14, 42:39-43, 38:28, 2:190-193, etc.). According to the Quran and Muslim belief, each and every individual will be judged perfectly by a Supreme Creator (Allah) according to his/her own deeds and actions (36:54, 4:85, 40:17, 21:47, 36:54, 2:281, 7:29, 16:111, 17:13-15, 20:134-135, 42:24, 4:123, etc.). Therefore, Muslims are probably the only people who can logically condemn the above mentioned actions. On the other hand, condemning the Quran means supporting the above actions!
টেররিষ্ট, রেপিস্ট, সুইসাইড বোম্বার, ও ম্যাস মার্ডারারদের উৎসাহদাতা তথা মানবতার সবচেয়ে বড় শত্রুরা একদিকে প্রচার করছে এই বলে যে, হিটলার, স্ট্যালিন, পল পট, চেঙ্গিস খাঁ, হালাকু খাঁ, অশোকা, বুশ, সাদ্দাম, আদভানী, মোদী, টেররিষ্ট, রেপিস্ট, সুইসাইড বোম্বার, ও তাদের ভিকটিমদের কোন ন্যায়বিচার হবে না, যেহেতু তাদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুই নাকি শেষ পরিণতি; অন্যদিকে আবার কোরানে নারীদেরকে এক-তৃতীয়াংশ সম্পত্তি দেওয়াতে ‘অমানবিক’ বলে রাত-দিন প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যদিও কোরানের ফিলসফি অনুযায়ী নারী-পুরুষ আসলে সমান-সমান সম্পত্তিই পাওয়ার কথা। এমনকি কিছু স্পেশাল ক্ষেত্রে নারীরা বেশীই পাওয়ার কথা। এরা নাকি গড ও ধর্মে বিশ্বাস করে না। কিন্তু গড ও ধর্মে বিশ্বাস না করে কোন্ যুক্তির আলোকে কোরানকে ‘অমানবিক’ বলা হয়? এরা ‘মানবিকতা’ ও ‘অমানবিকতা’র সঙ্গা কোন্ গ্রহ থেকে পেয়েছে? এদেরকে কে বলেছে যে, নারীদেরকে এক-তৃতীয়াংশ সম্পত্তি দেওয়া অমানবিক? এদেরকে কে বলেছে যে, একজন পুরুষের স্থলে দু’জন নারী সাক্ষী দেওয়ার জন্য কোর্টে হাজির হওয়া অমানবিক, যদিও কোরানে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে? কোন্ গ্রন্থে এই কথাগুলো লিখা আছে? সেটি কার বাণী? এরা সেই গ্রন্থে বিশ্বাস করে কি-না? এরা আসলে কারা? এদের উদ্দেশ্যটা কী? বিষয়টা নিয়ে ওপেন ডিবেট করার মত নৈতিক সাহস ও মনোবল কারো আছে কি?
সেই আদি কাল থেকে আজ পর্যন্তও মানুষ মৃত্যুপরবর্তী জীবন নিয়ে সংশয় প্রকাশ করে আসছে। কিন্তু এ পর্যন্ত কেউই এর অবজেক্টিভ কোন সমাধান দিতে পারেনি।
কেউ পারবে বলে মনেও হয় না! কিন্তু সংশয়টি যেহেতু যৌক্তিক এবং বিষয়টিও যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু এই বিষয়টাকে কোরানে অত্যন্ত গুরুত্বের সাথে এয়াড্রেস করা হয়েছে। কোরানে এই বিষয়টাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে, তা চিন্তারও বাহিরে। কোরানই সম্ভবত একমাত্র ধর্মগ্রন্থ, যেখানে সমালোচক ও সংশয়বাদীদের যথাক্রমে সমালোচনা ও সংশয়কে গুরুত্বের সাথে এয়াড্রেস করে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি কোরানই একমাত্র ধর্মগ্রন্থ, যেখানে সেই ধর্মগ্রন্থের দাবিকে ভুল প্রমাণ করার জন্য বিভিন্নভাবে রুম রাখা হয়েছে, যেটি একটি যৌক্তিক বা আধুনিক বৈজ্ঞানিক নিয়ম।
কোরানে ডজনেরও বেশী আয়াতে মৃত্যুপরবর্তী জীবনকে এয়াড্রেস করে বিভিন্ন যুক্তির সাহায্যে বুঝাতে চাওয়া হয়েছে যে, এই মহাবিশ্বের ক্রিয়েটরের কাছে এটি কোন ব্যাপারই নয়।
কিছু নমুনা দেখুন :
19:66-67 Man says: "What! When I am dead, shall I then be raised up alive?" But does not man call to mind that We created him before out of nothing?
64:7 The Unbelievers think that they will not be raised up (for Judgment). Say: "Yea, By my Lord, Ye shall surely be raised up: then shall ye be told (the truth) of all that ye did. And that is easy for Allah."
56:47-50 And they used to say, "What! when we die and become dust and bones, shall we then indeed be raised up again? (We) and our fathers of old?" Say: "Yea, those of old and those of later times. All will certainly be gathered together for the meeting appointed for a Day well-known."
23:35-37 Does he (Muhammad) promise that when ye die and become dust and bones, ye shall be brought forth (again)? Far, very far is that which ye are promised! There is nothing but our life in this world! We shall die and we live! But we shall never be raised up again!
17:49-51 They say: "What! when we are reduced to bones and dust, should we really be raised up (to be) a new creation?" Say: "(Nay!) be ye stones or iron, Or created matter which, in your minds, is hardest (to be raised up),- (Yet shall ye be raised up)!" then will they say: "Who will cause us to return?" Say: "He who created you first!"
44:34-36 As to these (Quraysh), they say forsooth: "There is nothing beyond our first death, and we shall not be raised again. Then bring (back) our forefathers, if what ye say is true!"
75:36-40 Does man think that he will be left uncontrolled, (without purpose)? Was he not a drop of sperm emitted (in lowly form)? Then did he become a leech-like clot; then did (Allah) make and fashion (him) in due proportion. And of him He made two sexes, male and female. Has not He, (the same), the power to give life to the dead?
2:28 How can ye reject the faith in Allah?- seeing that ye were without life, and He gave you life; then will He cause you to die, and will again bring you to life; and again to Him will ye return.
22:5 O Mankind! if ye have a doubt about the Resurrection, (consider) that We created you out of dust, then out of sperm, then out of a leech-like clot, then out of a morsel of flesh, partly formed and partly unformed, in order that We may manifest (our power) to you; and We cause whom We will to rest in the wombs for an appointed term, then do We bring you out as babes, then (foster you) that ye may reach your age of full strength; and some of you are called to die, and some are sent back to the feeblest old age, so that they know nothing after having known (much), and (further), thou seest the earth barren and lifeless, but when We pour down rain on it, it is stirred (to life), it swells, and it puts forth every kind of beautiful growth (in pairs).
16:38-40 They swear their strongest oaths by God, that God will not raise up those who die: Nay, but it is a promise (binding) on Him in truth: but most among mankind realise it not. (They must be raised up), in order that He may manifest to them the truth of that wherein they differ, and that the rejecters of Truth may realise that they had indeed (surrendered to) Falsehood. For to anything which We have willed, We but say the word, "Be", and it is.
36:77-82 Doth not man see that it is We Who created him from sperm? yet behold! he (stands forth) as an open adversary! And he makes comparisons for Us, and forgets his own (origin and) Creation: He says, "Who can give life to (dry) bones and decomposed ones (at that)?" Say, "He will give them life Who created them for the first time! for He is Well-versed in every kind of creation! "The same Who produces for you fire out of the green tree, when behold! ye kindle therewith (your own fires)! "Is not He Who created the heavens and the earth able to create the like thereof?" - Yea, indeed! for He is the Creator Supreme, of skill and knowledge (infinite)! Verily, when He intends a thing, His Command is, "be", and it is!
17:99 See they not that God, Who created the heavens and the earth, has power to create the like of them (anew)? Only He has decreed a term appointed, of which there is no doubt. But the unjust refuse (to receive it) except with ingratitude.
সত্যিই তো তাই। যিনি এই মহাবিশ্ব ও মানুষ সৃষ্টি করেছেন তিনি মানুষকে আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন না কেন? তবে যারা এই মহাবিশ্বের ক্রিয়েটর বলতে কিছু মানুষকে বুঝে থাকেন তাদের কথা অবশ্য আলাদা! আয়াতগুলো ভাল করে পড়লে যে কেউ বুঝতে পারবেন যে, কোরানে মৃত্যুপরবর্তী জীবনকে সুস্পষ্টভাবে এয়াড্রেস করে জোড়ালো কিছু কেস দাঁড় করানো হয়েছে। আয়াতগুলো যেমন কবিতার লাইনের মধ্যে ভেগ ‘কোইনসিডেন্স’ নয় তেমনি আবার “কোন এক ‘ক’ কথার ছলে বলে থাকতে পারে” এমন উটকো টাইপের কোন কথাবাত্রাও নয়, কোরানকে ডিসক্রেডিট করার জন্য যেমন বলা হয়ে থাকে। এবার নীচের প্রাসঙ্গিক আয়াত দুটি লক্ষ্য করুন :
"Does the human being think that we will not reconstruct his bones? Yes indeed; we are able to reconstruct his finger tip." (Quran 75:3-4)
“মানুষ কি ধারণা করে যে, আমি তার হাড়সমূহ একত্র করতে পারব না? হাঁ, অবশ্যই আমি একত্র করব। কেননা আমি তার অঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত যথাযথভাবে ঠিক করে দিতে সক্ষম।
” (কোরআন ৭৫:৩-৪)
উপরোক্ত আয়াতে মানুষের হাড় তথা শরীর পুনর্গঠন (Reconstruction) এর কথা বলা হয়েছে এবং অঙ্গুলির টিপ বা অগ্রভাগের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে : চুলের অগ্রভাগ বা নাকের অগ্রভাগ বা চোখের মণির অগ্রভাগ ছাড়া অঙ্গুলির অগ্রভাগের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হল কেন? ওয়েল, বিজ্ঞানের বদৌলতে ইতোমধ্যে আমরা ফিঙ্গার প্রিন্ট টেকনোলজির কথা জেনে গেছি। প্রত্যেক মানুষের ফিঙ্গার প্রিন্ট ইউনিক হওয়ার কারণে বিভিন্ন সিকিউরিটি কাজে ফিঙ্গার প্রিন্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ফলে অত্যন্ত যৌক্তিকভাবেই দাবি করা যেতে পারে যে, কোরানে আসলে অঙ্গুলির অগ্রভাগের ইউনিক ফিচারের কথাই বুঝাতে চাওয়া হয়েছে, যেটি আজ থেকে চৌদ্দশ’ বছর আগে কারো পক্ষেই জানা সম্ভব ছিল না।
পাঠক এবার বলুন তো, এর মধ্যে আবার ‘এক্সপেরিমেন্টাল ডেটা’ কোথা থেকে আসবে, যেভাবে কোরানকে ডিসক্রেডিট করার জন্য (অপ)বিজ্ঞানের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে! কোরান তো কোন বৈজ্ঞানিক গ্রন্থ নয়! কোরান হচ্ছে একটি তাত্ত্বিক বা মেটাফিজিক্যাল গ্রন্থ।
(স্থির ছবি দিতে পারলাম না বলে দুঃখিত)
American former Christian finds the Qur'an fascinating
Click This Link
The Amazing Qur'an: By Dr. Gary Miller
http://www.youtube.com/watch?v=zATtBLSOpec
The Basis of Muslims' Belief: By Dr. Gary Miller
http://www.youtube.com/watch?v=muFJX880cOc
(চলবে …)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।