ডুবোজ্বর
২৭১২০৭
সে অন্ধকার ধরেছে
অন্ধকার তাকে
তার রক্তে গাঢ়ছায়া বনের
তার স্বেদে নিবিড়সমুদ্র
একটিমাছ সাঁতরে আসছে
প্রিয়তমবুদবুদ তার প্রেরণা
তার জিহ্বায় নুন
সে আর মাছ পরস্পর
----------------------------------------------------------------
২৭১২০৭-২
সে পাশের ঘরে শুয়ে আছে
সে শুয়ে আছে আশয্যাশূন্য
তার স্বপ্নের সমাবেশে সে ছিলো
সে রতিরক্তচুম্বন রহিত
সে শূন্য
তার হাতের ভাঁজে ছিলো সমুদ্রের ফেনা
একফোঁটা
প্রতিদিন রাত্রি এলে
প্রতিরাতে শয্যা এলে
প্রতিশয্যা শূন্য হলে
সে হাতের পিঠে ঘুম নেয়
সে হাতের চেটোয় নেয় তরঙ্গমালা
দাঁড়ায় শূন্যতার কাছে
সে পাশের ঘরে শুয়ে আছে
--------------------------------------------------------------------
২৭১২০৭-৩
তুমি আমায় খুঁজে আনো
আমায় খুঁজে আনো পাতার ভাঁজ খুলে
যাও কোথাও রৌদ্রে যাও
ওখানে থাকি রঙ আর গন্ধে
পাতার ভাঁজে শব্দ যদি থাকে
শব্দের ঘরে দাগ দিও শীতের
শীতের পাতা একদিন আমাকে রেখেছিলো
--------------------------------------------------------------------
২৭১২০৭-৪
কাদা আর বৃষ্টিপাত
উতল সঙ্গম
শরীর ঘূর্ণি
ঘূর্ণির ভাষা বুঝে ছিন্নপত্রালিকা
ভুলে যাওয়া ব্যথা
এখনো অনির্মিত আছে কেউ
ধীরে অস্ফুটে বলা কথা
দিগন্তের কানে ঝুলে আছে
----------------------------------------------------------------------
২৭১২০৭-৫
আমি স্বপ্নের দরোজায়
তোমারও আগে এইখানে ঝড় ছিলো হাওয়া
আমার উত্থিতরক্তে ধরেছি সমুদ্র
আর ঝড়ের মৃত্যু হলো
ফেনাগুলি ভেসে আসছিলো আমার দিকে
তুমিতো উৎসে ছিলে তারও আগে
আমি আনন্দকে অতিক্রম করে সরে এলাম
এবং ঘুমিয়ে জেগে উঠলাম আবার
কিছুই বলার নেই
মন্ত্রণারহিত সকল অন্ধকার
------------------------------------------------------------------------
২৭১২০৭-৬
আমরা জন্মান্ধ
তুমি হাঁটতে হাঁটতে থেমে গেলে
শিখতে চাইলে কীভাবে হাঁটতে হয়
যখন ঘুম আর শীত একসাথে আসে
যখন চোখের ঘুম রাতকে ভালোবাসে
যখন ঘুমের রাত্রি জাগরণকে ডাকে
আমি তোমার দিকে সরে আসি
বনে আর মনে তোমাকে খুঁজি
তোমাকে শোনাই আলো এবং আঁধারের আখ্যান
তুমি মেনে নাও হেসে
কখনো আমাকে ভালোবেসে
------------------------------------------------------------------
২৭১২০৭-৭
সে বালিশ আকড়ে ধরে শক্ত করে
সে তার দুঃস্বপ্নের ভিতর
আমার নগ্নকোমর
বাহুতে আগুন রেখে খুঁজে ফেরে বরফ
কখনো রাতে তার ঘুম নিভে যায়
সকলে ছেড়ে যায়
মাথার বালিশ তার কাছে থাকে
সে বালিশে প্রাণ বুনে দেয় সঘনহাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।