ডুবোজ্বর
২৬০৯০৭
শাদাদুপুর এলে
এইআঙুলের ছায়া পড়ে কারো মুখের পাড়ে
কখনো অবকাশে থেমে থাকে ঝড়
সুরসর্বস্বমোড়গুলি পত্রহীনগাছের সারি
আমি জাগি জাগানোর জন্যে নয়
কারো মুখের ছায়া নড়ে উঠে
আমি গুটিয়ে আঙুল ঝড়ে রাখি হাত
শেষের আগে নিই ঝড়ের অভিশাপ
শাদাদুপুর আমার আঙুলের ছায়ায় বন্দি
ঝড়সন্তপ্তছায়া আমি এঁকে রাখি কারো জন্যে
সুখ আসো শূন্য হও আমার পরিত্রাণে
----------------------------------------------------------
২৬০৯০৭-২
বাতাসে ছায়াগান ব্যাপ্ত আরো দিন
সে কীটদগ্ধকোমল
বিদেহিপ্রজাপতি উড়ে আসে দুপুরে
উড়ে আসে ঝড়ের শব্দে
তাকে বিদ্ধ করে সনখ
তারপর মৃত পড়ে থাকে রক্তাভ
তার বিছানায়
কারো গুপ্তপ্রেমে সে স্রস্তসঙ্গীত
সে উদ্গতসুরপতঙ্গভোগ
----------------------------------------------------------
২৬০৯০৭-৩
কি দরকার আমাদের অস্তিত্ব প্রমাণ করার
তারচেয়ে অনস্তিত্ব হয়ে থাকি
ভীষণ চুপিচাপ নিই ক্ষেতের ঘাসের ঘ্রাণ
হাওয়ার মাঝখানে মিশে হই বাতাস
ঋতুমতিচাঁদ বানভাসি হলে স্নাত হই বনের পাতা
শব্দারোহী চলে যাই নিঃশব্দে ধানশ্বাস
নৈঃশব্দ্যের কাঁথায় জুড়ে দিই জোছনার নকশা
অস্তিত্ব যন্ত্রণাময়ঋতুচক্রবর্তী
কী হাওয়ায় বাজে প্রাণ কামনা
ওষ্ঠাগতউদ্দেশ প্রত্নগামী
অস্তিত্বহীনহাতের মুঠোয় ভেঙে দিই শাদাজোছনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।