আমাদের কথা খুঁজে নিন

   

একদিনে লেখা কবিতা-২

ডুবোজ্বর

২৪০৬০৭ ভাঙারাতের সপ্তক নিজেই বাজে নিজেকে যেমন নষ্ট করি আকাশের ডালপালা নড়ে সকলি একদিন আমাদের ছিলো কচুপাতার বন বৃষ্টি হতো কচুপাতার বনে অথচ নিবিড় ভিজে যেতাম আমিই এখনো যেমন আমার কোনো শ্রাবণ ছিলো না নিজের আমার কোনো শত্রু ছিলো না এখনো নেই আমিই সবার শত্রু হয়ে গেছি বহুদিন ভাঙারাতের সপ্তক বাজায় নিঃসঙ্গবীণ ----------------------------------------------------------------------- ২৪০৬০৭-২ আনন্দের হলুদকুসুম পরিব্যাপ্তকামে রঙিন হয় একটিগুইসাপের মাথায় ভেঙে পড়ে বহুদিন সাপটি থাকে সংলগ্ননর্দমায় সারাগায়ে কাদা মাখে কখনোসখনো কুসুমের ভাই ডাল ভেঙে পড়ে যথাজায়গায় দৃষ্টিকাড়াসন্ধ্যায় পরস্পর প্রেমে হয় কামাবশসত্য তারপর একদিন ভাইবোন ঘাতগানে অমর গুইসাপটি ঢুকে পড়ে জবার ঝাড়ে ----------------------------------------------------------------- ২৪০৬০৭-৩ ঝিমদূরশেষরাতে সে থাকে তার পাখার পালকদল ক্রমশ যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে একাএকা একাএকা শেষরাতের গুহায় পাথরের আলো পাথর আলো দেবে আর কতো অন্ধকার যেদিন সে পালকশূন্য হবে কথা আছে পাবো তাকে আমি পাথরের সুমহানধারাবাহী


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.