এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
আমি নেই, কিন্তু জানি
তুই নিরন্তর জেগে আছিস। একদিন ফিরে আসবিই
বুড়িগঙ্গার ধারে
যেখানে ভালোবাসার বীজ বুনেছিলি : নিভৃতে, অন্ধকারে।
তোকে দেখলেই অভিমান
ডাক দিলে ছুটে পালাই
অথচ তুই ছাড়া আমাকে বুঝবার
বিলকুল আর কেউ নাই।
তুই চলে যাস, অমনি বিরহ
কবিতার ফুল হয়ে ঝরে
প্রত্যেক প্রহরে, অন্তর কন্দরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।