আমাদের কথা খুঁজে নিন

   

নিরন্তর রক্তস্রোত

ইমরোজ

দুটো পথ বেঁকে গেছে আমি তাই দুটো সূর্য খুজি একটা তোমার অপরটা আমার। আমি দুটো চাঁদ খুজি, খুজে খুজে হয়রান হই। জানা ছিল, এই নিয়ম শৃঙ্খলা আমার বেদনাকে ছুঁবে না। তবু বিশ্বাস করো তারপর তিনদিন আকাশ মেঘলা ছিল। আনন্দের ছিটে ফোটা ছিল না লোকদের মাঝে।

আমার কান্নায় ভেঙ্গে পড়েছিল রাতে জোছনা। হয়তো তোমাকে পাইনি বলেই চাঁদটা সেবার কাররই দেখা হয়নি। আজ যখন মেঘগুলো মিছে মিছে চাঁদ ঢাকছে, আর রাতের নিঝুমতা ঝেড়ে ফেলছে পাখিগুলো... আমি অসার হয়ে বসে আছি। তুমি একবার এসো তোমাকে সাজিয়ে দেব! তুমি আমার হৃদয়ের উপর দিয়ে হেটে যেও অন্য কার বাড়ি। কথা দিলাম একটুও কাঁদবো না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।