পৃথিবীতে কিছু জিনিস, কিছু ব্যাপার, আর কিছু স্থাপত্য রয়েছে যেগোলার কোন জাতি বা জ্ঞাতি হয়না।
মহল' প্রাসাদ" পেলেস"' ইত্যাদি ঘরের জাতি নাম। কিন্তু তাজ মহল নামে কোন জাতের ঘরের জাতি নাম আছে বলে আমার মনে হয়না।
সমরাট শাহজাহান মমতাজের জন্য যে সমাধি ক্ষেত্র রচনা করেছিল সেটি ছিল সৌরম্য মহলের শেরা উৎকর্ষ । আর এই মহলের নাম দিয়েছিল মমতাজের নাম অনুসারে, "মমতাজ মহল" সংক্ষেপে সবাই বলে থাকে তাজ মহল।
বিশিষ্ট চিত্র পরিচালক মোঃ আহসানুল্লা মনি, ইনি একজন শিল্পপতিও বটে।
ইনি তাজমহল দেখে মুগ্ধ হন। সিনেমা নকলের মত মনে তাজ মহলে নকল কপি করার বাসনা জেগেউঠে। এরই ফলশ্রুতিতে সোনারগাঁওয়ে নির্মিত হল এই তাজ মহলের ফটোস্টেট কপি।
প্রিয় পাঠক, এটি কি যুক্তিযুক্ত হল ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।