আমাদের কথা খুঁজে নিন

   

একদিন ঝড় থেমে যাবে..

ওপার বাংলা থেকে অপার বিস্ময়ে এই বাংলাদেশের দিকে তাকানো এক ভারতীয় শুরুতেই বলে রাখি, আমি বাংলাদেশের রাজনৈতিক সীমানার বাসিন্দা নই, কিন্তু একজন বাঙালী হিসেবে বাঙালী সমাজের বৃহত্তর অংশ তথা বাংলাদেশকে নিয়ে আগ্রহ হওয়া স্বাভাবিক। আমি এই যুদ্ধাপরাধের রায়ের অন্য একটি দিক থেকে তাৎপর্যের কথা বলতে চাই। আজ থেকে বহু বছর বাদে দুনিয়ার কথা চিন্তা করুন, আজকের এই শিবির, রাজাকার,আওয়ামী লিগ, র, সি আই এ, আই এস আই এদের মধ্যে কতগুলো তখনও টিকে থাকবে আমি জানি না; কিন্তু সেই দূর ভবিষ্যতেও শিশুরা ইতিহাস পড়বে, সেই ইতিহাস পড়ে তারা তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে। তারা যদি ইতিহাসে পাতায় পড়ে - " হাজার হাজার মানুষের খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে সাজা হত কারাদণ্ড, কিন্তু সামান্য একটি বা দুটি মানুষকে খুন করলে সাজা হত ফাঁসি" তাহলে মানবজাতিকে তাদের জিম্মায় তুলে দেওয়াটা কি নিরাপদ হবে? আপনারা স্টালিনের কথাটা শুনেছেন নিশ্চয়ই- "Death of one is a tragedy, death of millions a mere statistic"। এই কথার আড়ালে লুকিয়ে ছিল গুলাগের আর মানবসৃষ্ট দুর্ভিক্ষের ভয়াবহতা ; কিন্তু আরো খারাপ কি জানেন? এই কথাটা অনুপ্রাণিত করেছিল পল পটকে নতুন করে কম্বোডিয়ায় ২৫ লাখ লোক মারতে। এক্ষেত্রেও যদি অনাগত ভবিষ্যতের কোন নতুন মাও/ হিটলার এই রায়ে উৎসাহিত হয়ে ফের মানুষ মারার ব্যবসায় মাততে চায় তার জন্য দায়ী কি আজকের আমরাই নই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.