আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনায়- পথিক (! )-০১

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

[এ আমার অনিয়ন্ত্রিত ডায়েরীর মত , দিনলিপি না হলেও তার সূক্ষ্মতম কোন উপাদান যেমন ধরুন ঘন্টা , মিনিট বা আরও সূক্ষ্ম - সেকেন্ড এর লিপি, যেখানে কেবল বাস্তবতা নয় কল্পনাও বিস্তর সত্য ] মন ভীষন উচাটন এর পাল্লায় পড়ে যায় প্রতিটি নিশিতে , নিস্তার নাই, কারন নিস্তারের সন্ধান করার ল্য ছিলনা। ঐ যে কষ্টের আড়ালেই সুখ, সেই সুখের সন্ধানে কষ্টকে আদর আপ্পায়ন করেই চলেছি, আড়ালখানা আর চোখে পড়েনা। অন্ধের মত হাঁটতে হাঁটতে প্রায় প্রতিদিনিই হেঁটে যাই অনেকখানি পথ। সেখানে কত রং, কত রূপ আর কতই না গন্ধ। ভাবনায় পথিকে সেই সবই মনউজাড় করা মাধুরী মিশিয়ে হবে নির্বন্ধ।

মাথাটা আজ পুরো ফাঁকা হতেই পারেনি, মুম্বাই যুদ্ধের থ্রিলিং আর বেদনাদৃশ্য মাথা থেকে মুছছে না, ফেসবুকের প্রোফাইলে যে প্রশ্ন ছিল সেটাই ঘুরছে বারবার -- ঐ জঙ্গীগুলা কি মানুষ, আমার আপনার মত? কিয়দ পূর্বে খবরে জানলাম , শিবরাজ সাহেব মানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঐ ঘটনার ভারে ভারাক্রান্ত হয়ে পদত্যাগ করেছেন। আচ্ছা আমাদের কোন মন্ত্রী কি এ ধরনের কোন ঘটনায় পদত্যাগ করতেন ? মনে হয়না। বরং বিরোধী দলকে অভিযুক্ত করার অপকর্মেই ব্যস্ত হতেন। অতীতের অভিজ্ঞতা আমাদের তাই শিক্ষা দেয়, সেটা আমদের ধারনার কোন দোষ নয়। আর ভারত দোষ দেয় প্রতিবেশী দেশ পাকিস্তান কে কোন অঘটনেই।

ঘুরুক মাথায় ... প্রিয় প্রিয়ার কষ্ট আর বিচ্ছেদ ব্যথার চিরন্তন ঘূর্ণি তো আর বন্ধ হবে না তাতে। তবুও রে প্রতিটি মানুষের নিজস্ব ভূবন এর সীমনা খুব বড় হয়না। সেখানে নানা বৃত্ত ওভার ল্যাপ ও করে বলেই পথে পথিকের চোখে ধরা পড়ে সেই প্রিয়ার ও হাসি, সে হামি বড় ভালবাসি। উহ ! মাথা মুহূর্তে ঘুরে আসে শেয়ার মার্কেট এর উত্থান পতনে। নির্বাচনে বেঁচার হিড়িক বলেই কি কমছে মার্কেটে শেয়ারের দাম? আমি বুঝিনা কিন্তু অনেকেই হয়তো বোঝে।

না! আরেকটি জিনিস বুঝতে পারছি , নির্বাচন এর মাঝে প্রবিষ্ট না হতে চাইলেও , উহা মাথায় ঘুরবেই আসছে কালে। আজ আবর এসে গেলো বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযোদ্ধাদের সেদিনের জয় আর আজকের পরাজয়, ভাবনার কি উপাত্য কম সেখানে? ফেব্রুয়ারী আসবে কবে,নিজের লেখা নতুন বইয়ের মুখ দেখবো যে তবে। ...পথ হাসে , না আমি না সময়ই আসলে , দেখি একটু ভেবে দেখি। ১/১২/০৮ মন ভীষন উচাটন এর পাল্লায় পড়ে যায় প্রতিটি নিশিতে , নিস্তার নাই, কারন নিস্তারের সন্ধান করার ল্য ছিলনা।

ঐ যে কষ্টের আড়ালেই সুখ, সেই সুখের সন্ধানে কষ্টকে আদর আপ্পায়ন করেই চলেছি, আড়ালখানা আর চোখে পড়েনা। অন্ধের মত হাঁটতে হাঁটতে প্রায় প্রতিদিনিই হেঁটে যাই অনেকখানি পথ। সেখানে কত রং, কত রূপ আর কতই না গন্ধ। ভাবনায় পথিকে সেই সবই মনউজাড় করা মাধুরী মিশিয়ে হবে নির্বন্ধ। মাথাটা আজ পুরো ফাঁকা হতেই পারেনি, মুম্বাই যুদ্ধের থ্রিলিং আর বেদনাদৃশ্য মাথা থেকে মুছছে না, ফেসবুকের প্রোফাইলে যে প্রশ্ন ছিল সেটাই ঘুরছে বারবার -- ঐ জঙ্গীগুলা কি মানুষ, আমার আপনার মত? কিয়দ পূর্বে খবরে জানলাম , শিবরাজ সাহেব মানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঐ ঘটনার ভারে ভারাক্রান্ত হয়ে পদত্যাগ করেছেন।

আচ্ছা আমাদের কোন মন্ত্রী কি এ ধরনের কোন ঘটনায় পদত্যাগ করতেন ? মনে হয়না। বরং বিরোধী দলকে অভিযুক্ত করার অপকর্মেই ব্যস্ত হতেন। অতীতের অভিজ্ঞতা আমাদের তাই শিক্ষা দেয়, সেটা আমদের ধারনার কোন দোষ নয়। আর ভারত দোষ দেয় প্রতিবেশী দেশ পাকিস্তান কে কোন অঘটনেই। ঘুরুক মাথায় ... প্রিয় প্রিয়ার কষ্ট আর বিচ্ছেদ ব্যথার চিরন্তন ঘূর্ণি তো আর বন্ধ হবে না তাতে।

তবুও রে প্রতিটি মানুষের নিজস্ব ভূবন এর সীমনা খুব বড় হয়না। সেখানে নানা বৃত্ত ওভার ল্যাপ ও করে বলেই পথে পথিকের চোখে ধরা পড়ে সেই প্রিয়ার ও হাসি, সে হামি বড় ভালবাসি। উহ ! মাথা মুহূর্তে ঘুরে আসে শেয়ার মার্কেট এর উত্থান পতনে। নির্বাচনে বেঁচার হিড়িক বলেই কি কমছে মার্কেটে শেয়ারের দাম? আমি বুঝিনা কিন্তু অনেকেই হয়তো বোঝে। না! আরেকটি জিনিস বুঝতে পারছি , নির্বাচন এর মাঝে প্রবিষ্ট না হতে চাইলেও , উহা মাথায় ঘুরবেই আসছে কালে।

আজ আবর এসে গেলো বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযোদ্ধাদের সেদিনের জয় আর আজকের পরাজয়, ভাবনার কি উপাত্য কম সেখানে? ফেব্রুয়ারী আসবে কবে,নিজের লেখা নতুন বইয়ের মুখ দেখবো যে তবে। ...পথ হাসে , না আমি না সময়ই আসলে , দেখি একটু ভেবে দেখি। ১/১২/০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।